স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৪৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫৯৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২১৩ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২৩১ কোটি ৭ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬২টির, আর দর অপরিবর্তিত আছে ৭৬টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, ফার্মা এইডস ও রহিমা ফুড করপোরেশন লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৬৩৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৪৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৯ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/