স্টার এ্যাডহেসিভের আবেদন চাহিদার চেয়ে ২৩ গুণ বেশি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানি স্টার এডহেসিভ লিমিটেডের ইলেক্ট্রোনিক্স সাবক্রিপশনে চাহিদার তুলনায় ২৩গুণ বেশি আবেদন জমা পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, কোম্পানিটি ৫ কোটি টাকার সাবক্রিপশন আহবান করলেও এর বিপরীতে ১১৩ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা মোট চাহিদার তুলনায় ২২.৬৫গুণ বেশি।

এই সাবস্ক্রিপশনে মোট ৩৩৩টি প্রতিষ্ঠান কোম্পানির শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

সম্প্রতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানি কৃষিবিদ সিডের সাবস্ক্রিপশনে মাত্র ৭২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই কোম্পানির চেয়ে ৪গুণ বেশি কোয়ালিফাইড প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী স্টার এডহেসিভে অংশগ্রহণ করে।

গত ২৭ মার্চ থেকে স্টার এডহেসিভ লিমিটেডের সাবক্রিপশন শুরু হয়। কোয়ালিফাইড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই সাবস্ক্রিপশনে অংশগ্রহণ করতে পারে ৩১ মার্চ পর্যন্ত।

গত ১৯ ফেব্রুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১২তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়।

স্টার এডহেসিভ লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় বিএসইসি।

জানা যায়, কোম্পানির পুঁজি উত্তোলন করে কারখানা মেরামত, চলতি মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৫ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৬ টাকা।

স্টার এডহেসিভ লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *