স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের দুটি বিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ আর দুই বছর কিনবে সরকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের মালিকাধীন খুলনায় অবস্থিত কেপিসি ইউনিট-২ এর ১১০ মেগা ওয়াট ও যশোর নোওয়াপাড়ায় কেপিসি ৪০ মেগাওয়াট দুটি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ আরো ২ বছর নিবে সরকার।
বাংলাদেশ পাওয়ার ডেভলেপমেন্ট বোর্ড খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডকে জানিয়েছে ‘নো বিদ্যুৎ নো টাকা’ ভিত্তিতে এসব কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ করবে সরকার।
২০১০ সালে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকেই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিয়ে আসছিল কোম্পানিটি। গত বছর ২০২১ সালে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।
এই বিদ্যুৎ কেন্দ্রটি চুক্তিভিত্তিক হওয়ায় মেয়াদ শেষ হওয়ার পরে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। সরকার ইতিমধ্যে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের মতো ছোট ছোট ও চুক্তিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/