স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৯৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯১১ কোটি ৩৭ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত আছে ৩৫টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেষ্ট হোল্ডিংস, নাভানা ফার্মা, গোল্ডেন সন, ফারইষ্ট নিটিং, ই-জেনারেশন, মালেক স্পিনিং, ওআইমেক্স ইলেক্ট্রোড, লাভেলো আইসক্রিম ও কহিনূর কেমিক্যালস।
স্টকমার্কেটবিডি.কম/এসবি