স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির আয় কমে ১/৩ নেমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৪ মে) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৬৭ টাকা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে ব্যাংকটির আয় কমেছে।
এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.০৫ টাকা। গতবছর ৩১ মার্চ ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মুল্য ছিল ২১.৮২ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি