স্টকমার্কেটবিডি ডেস্ক :
চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার মুনাফা কমার খবরে পুঁজিবাজারে এটির শেয়ারদর কমে গেছে। গত মার্চে সমাপ্ত চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির নিট মুনাফা ৮৬ শতাংশ কমেছে। এই সংবাদের জেরে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রি–মার্কেট লেনদেনে কোম্পানিটির শেয়ারদর ৫ শতাংশ পড়ে গেছে।
আলোচ্য সময়ে আলিবাবার নিট আয় কমে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি চীনা ইউয়ানে নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ কম। খবর সিএনবিসির।
আলিবাবার জন্য ২০২৩ সালটি বেশ কঠিন ছিল। কারণ, এই বছর কোম্পানিটি তার এ যাবৎকালের সর্ববৃহৎ করপোরেট কাঠামোগত সংশোধন করেছে। সেই সঙ্গে কোম্পানির উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায়ও একাধিক পরিবর্তন ঘটেছে। যেমন কোম্পানির অভিজ্ঞ কর্মকর্তা এডি উ গত বছরের সেপ্টেম্বরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শেয়ারহোল্ডারদের আস্থা বাড়াতে এই বছরের শুরুর দিকে আলিবাবা ঘোষণা করেছিল যে তারা শেয়ার বাইব্যাক বা পুনঃক্রয় কর্মসূচি ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলার বাড়িয়েছে। সে অনুযায়ী, ২০২৭ সালের মার্চের মধ্যে তারা এই পরিমাণ অর্থের শেয়ার বাইব্যাক করবে।
স্টকমার্কেটবিডি.কম/////