স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে এসএমই ফ্লাটফর্মে সদ্য তালিকাভুক্ত ক্রাফটম্যান ফুটওয়ার ও এন্ড এসোসিয়েটেড লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবারবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন দেশের উভয় শেয়ারবাজারের এসএমই ফ্লাটফর্মে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।
পেপার ও প্রিন্টিং খাত এবং ‘এন’ ক্যাটাগরির আওতায় কোম্পানিটির ট্রেডিং কোড- “CRAFTSMAN” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ৮৩০০২ নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি কোম্পানিটি কিউআইও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি