স্টকমার্কেটবিডি ডেস্ক :
সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির প্রতি কার্যদিবসে ৩০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড় লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৬ লাখ টাকার।
লাভেলো আইসক্রিম লিমিটেডের ২৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নাভানা ফার্মার ২৩ কোটি ৪৭ লাখ, বেষ্ট হোল্ডিংসের ২৩ কোটি ৯ লাখ, ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ২৫ লাখ, গোল্ডেনসনের ১৮ কোটি ২১ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৫৭ লাখ, ফারইষ্ট নিটিংয়ের ১৬ কোটি ৪২ লাখ ও এডভেন্ট ফার্মার ১৬ কোটি ২৮ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি