স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থাণ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪৪৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৬৩ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৭টির আর অপরিবর্তিত আছে ৭৭টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিএসসি, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, উত্তরা ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক ও পূবালী ব্যাংক।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ২০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৮১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ২৩ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি