চট্টগ্রাম বন্দরে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কনটেইনার হ্যান্ডলিংয়ে এক মাসে দুটি রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিচালনার দায়িত্ব নেওয়ার পর গতি বেড়েছে এই টার্মিনালের। সদ্যবিদায়ী আগস্টে ইতিহাসের সর্বোচ্চসংখ্যক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এছাড়া এ মাসেই হয়েছে একদিনে সবচেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড।

সংশ্লিষ্ট সূত্র জানান, গত ৭ জুলাই থেকে নৌবাহিনী পরিচালিত সিডিডিএল কর্তৃপক্ষ এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে টার্মিনালের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসে। গত ২৮ আগস্ট এনসিটিতে এক দিনে ৫ হাজার ১৯ টিইইউএস (২০ ফুট দীর্ঘ) কনটেইনার হ্যান্ডলিং করে একটি নতুন রেকর্ড গড়ে সিডিডিএল। মাত্র তিন দিন পর গত ৩১ আগস্ট প্রতিষ্ঠানটি আগের রেকর্ড ছাড়িয়ে একদিনে ৫ হাজার ৬১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে আরেকটি মাইলফলক অর্জন করে।

সূত্রমতে, সামগ্রিকভাবে গত আগস্টে এনসিটিতে মোট ৭৫ হাজার ৫৮৭টি কনটেইনার বক্স হ্যান্ডলিং হয়েছে। যার পরিমাণ টিইইউএস হিসেবে ১ লাখ ২২ হাজার ৫১৭, যা টার্মিনালটির ইতিহাসে এক মাসের কনটেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, এনসিটির এমন উল্লেখযোগ্য অগ্রগতি চট্টগ্রাম কন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *