স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের কারথানায় গর্ভনিরোধক আরেকটি ইমপ্লান্ট চালু করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৩ সেপ্টেম্বরে এই ইমপ্লান্টটিতে (সিঙ্গেল রড) পরীক্ষামূলক উৎপাদন সফল ভাবে সম্পন্ন হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
এর আগে ২০১৯ সাল থেকে কোম্পানিটির গর্ভনিরোধক ইমপ্লান্ট (টু-রোড) স্হাপন করে কোম্পানিটি। কোম্পানির উৎপাদিত এসব গর্ভনিরোধক ওষুধ-পণ্যগুলো দেশের পরিবার পরিকল্পনা মন্ত্রাণালয়ের সংগহ করে আসছে।
স্টকমার্কেটবিডি.কম/////