প্রথম কার্যদিবসেই কমল সূচক

low indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পুনরায় সূচক কমেছে উভয় বাজারে। তবে এদিন টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৪৯ পয়েন্টে। লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৮৮ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ২৩১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে বেশি শেয়ার লেনদেন হয়েছে সামিট এলায়েন্স পোর্ট, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো ফার্মা, ফু-ওয়াং ফুড, আরএকে সিরামিক, লাফার্জ সুরমা সিমেন্ট, তুং হাই নিটিং, দেশবন্ধু পলিমার, স্কয়ার ফার্ম ও গ্রামীণফোন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।

এদিন লেনদেন হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *