রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল অগ্রণী ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে অগ্রণী ব্যাংক। গত সোমবার (৭ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৮ সম্মাননা প্রদান অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক এ অ্যাওয়ার্ড পায়।

অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠানোয় উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করে।

ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ প্রবাসী আয় আহরণে অগ্রণী ব্যাংক লিমিটেড সরকারি ব্যাংকগুলোর মধ্যে সেরা। অ্যওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল ইসলামের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। স্কিল্ড ক্যাটাগরিতে অগ্রণী ব্যাংক লিমিটেডের ভোলার বোরহানউদ্দিন শাখার মো. জাকির হোসেন সর্বাধিক প্রবাসী আয় প্রেরণ করে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *