দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা

orionস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৯.৮৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ওরিয়ন ফার্মার দর ছিল ৩৮.৫০ টাকা। আজ সোমবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ৪২.৩ টাকায়।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটালের ৮.১৬ শতাংশ, গোল্ডেন সনের ৭.২৭ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৬.৮০ শতাংশ, মেঘনা সিমেন্টের ৬.৭৭ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৬.৬৬ শতাংশ, আইসিবি ফার্স্ট এনআরবির ৬.৬২ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৬.৪৫ শতাংশ, রুপালি ব্যাংকের ৬.৩৬ শতাংশ, ম্যারিকোর ৬.১৫ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

বিএসআরএম স্টিলের ঋণমান ‘এএ’

BSRM_thereport24স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘ডাবল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

২০১৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় বিএসআরএম স্টিল। গেল হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি কন্সোলিডেটেড আয় (ইপিএস) দাঁড়ায় ৩ টাকা ৬৩ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৫ টাকা ৩৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

রিফান্ড ও এলোটমেন্ট লেটার বিতরণ সম্পন্ন

olimpic ...smbdনিজস্ব প্রতিবেদক :

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের অ্যালোটমেন্ট লেটার বা বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্ট বিতরণ শেষ হয়েছে। টানা পাঁচদিন রাজধানীতে এসব বরাদ্দপত্র এবং রিফান্ড ওয়ারেন্ট বিতরণ করা হয়। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, অ্যালোটমেন্ট লেটার বা বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্টের মোট ৬,৯১,২৪৭ টি অনলাইনের মাধ্যমে আর ৭,২৫,৩৪৭ টি হাতে হাতে বিতরণ করা হয়েছে।

এছাড়া বাকি ৮,২৯৭ টি অ্যালোটমেন্ট লেটার বা বরাদ্দপত্র ও রিফান্ড ওয়ারেন্ট ২৮ মে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

গত ২৪ মে রবিবার থেকে ২৮ মে বৃহস্পতিবার পর্যন্ত রিফান্ড বিতরণের সময়সীমা নির্ধারণ করা হয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যাংক রশিদের বিনিময়ে বরাদ্দপত্র এবং রিফান্ড ওয়ারেন্ট হাতে হাতে বিতরণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

  1. খুলনা পাওয়ার
  2. সামিট পাওয়ার
  3. গ্রামীণফোন
  4. বেক্সিমকো
  5. সাইফ পাওয়ারটেক
  6. বারাকা পাওয়ার
  7. সামিট পূর্বাচল
  8. ইউনাইটেড পাওয়ার
  9. লাফার্জ সুরমা
  10. এমজেএলবিডি।

সিএসইতে লেনদেন আগের চেয়ে কম

cseনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। তবে এদিন বেড়েছে সাধারণ সূচক।

সপ্তাহের ২য় এ কার্যদিবসে এ শেয়ারবাজারে মূল্য সূচক ৫৭ পয়েন্ট বেড়ে দিনশেষে সিএসইএক্স সূচক গিয়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫২ পয়েন্টে।

এদিন সিএসইতে ৭৬ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়। গতকাল রবিবার ৯৪ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন হয়েছিল।

সিএসইতে দিনশেষে লেনদেনে হওয়া ২৪২ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৯১ টির ও অপরিবর্তিত রয়েছে ৩১ টির দর।

টাকার পরিমানে সিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ইউনাইটেড এয়ার, বেক্সিমকো লিমিটেড ও সামিট পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে; যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এদিন বেড়েছে সাধারণ সূচক ও বেশিরভাগ শেয়ারের দর।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ১ হাজার ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২১৩ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৭৮৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৫ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি, সামিট পাওয়ার, গ্রামীণফোন, বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, বারাকা পাওয়ার, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট এবং এমজেএল বিডি।

শাশা ডেনিমসের বোনাস বিনিয়োগকারীদের বিওতে

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমস লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ১ জুন সোমবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, শাশা ডেনিমস শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে গত ২১ মে। কোম্পানির রেকর্ড ডেট ছিল গত ২৩ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ডিএসইতে দুই ঘন্টায় লেনদেন ৫৯১ কোটি

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে লেনদেনে প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ৫৯১ কোটি টাকা।

সোমবার বেলা সাড়ে ১২টায় লেনদেন গিয়ে দাঁড়িয়েছে ৫৯১ কোটি ৬৭ লাখ টাকায়। এসময় ডিএসই সূচক ডিএসইএক্স বেড়েছে ৭১.৭৪ পয়েন্ট। বেলা সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬৫৮.৬৯ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে খুলনা পাওয়ার, সামিট পাওয়ার, গ্রামীণফোন ও বেক্সিমকো লিমিটে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

এনসিসি ব্যাংকের পরিচালকের আবারো শেয়ার ক্রয়

ncc-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক অল্প কিছুদিনের ব্যবধানে শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খন্দকার জাকারিয়া মাহমুদ নামে ব্যাংকের এক উদ্যোক্তা এবার ১ লাখ ৩০ হাজার শেয়ার ক্রয় করবেন। ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদেরে তিনি এ সব শেযার ক্রয় করবেন।

তিনি আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ঘোষণা দিয়েছেন।

এর আগে গত ২৭ মে খন্দকার জাকারিয়া মাহমুদ ১ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় করার ঘােষনা দেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

বাংলাদেশ ইন্স্যুরেন্সের প্রসপেক্টাস অনুমোদন

bni-smbdনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের প্রসপেক্টাস বিনিয়োগকারীদের জন্য শীঘ্রই প্রকাশিত হবে। ইতোমধ্যে কোম্পানিটের প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, ৫ কার্যদিবসের মধ্যে এই প্রসপেক্টাসটি ৪টি পত্রিকায় প্রকাশ করা হবে। পরে তা পুস্তকাকারে প্রকাশ করে ডিএসই ও সিএসইতে রাখা হবে, যাতে বিনিয়োগকারীরা তা দেখতে পায়, আর তথ্য পর্যালোচনা করতে পারে।

প্রসপেক্টাসটি ডিএসই ও সিএসইর ওয়েবসাইটটিতে দেখানো হবে। এই প্রতিবেদনে কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য যুক্ত করা হয়েছে।

প্রসপেক্টাস পর্যালোচনা করে কোম্পানির মৌল ভিত্তি বিবেচনা করে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিনিয়োগকারীরা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম সভায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি বাজার থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা উত্তলন করবে।

কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৭৭ লাখ সাধারণ শেয়ার আইপিও’র মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে। আইপিও’র মাধ্যমে কোম্পানিটি মোট ১৭ কোটি ৭০ লাখ টাকা বাজার থেকে উত্তলন করবে।

আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা কোম্পানির এফডিআর, ট্রেজারি বন্ড এবং আইপিওর কাজে ব্যয় করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর