ফিনিক্স ফিন্যান্সের এজিএম আজ

fas-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর আইডিইবি ভবনে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

২০১৫ হিসাব বছরে ফিনিক্স ফিন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ১৮ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২০ টাকা ৭৬ পয়সা।

২০১৪ সালের জন্যও শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ফিনিক্স ফিন্যান্স। এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৫৫ পয়সা ইপিএস দেখিয়েছে ফিনিক্স ফিন্যান্স, আগের বছর একই সময়ে যা ছিল ৭৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এমজেএলবিডির এজিএম স্থগিত

mjl-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি এমজেএলবিডি লিমিটেড পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তবে কোম্পানিটির রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে ।

অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।

এর আগে এমজেএলবিডি লিমিটেডর আগামী ১৬ জুলাই এজিএম করার ঘোষণা দিয়েছিল।

গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় এ সব তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরন করার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মিউচুয়াল ফান্ডের অবসায়ন-রূপান্তরে আপিল বিভাগের রায় ৩১ মে

courtনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবসায়ন-রূপান্তর সংক্রান্ত মামলার রায় হবে ৩১ মে। মঙ্গলবার এ মামলার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ মামলার রায়ের দিন ধার্য করেন।

জানা গেছে, এক বিনিয়োগকারীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর শুনানি শেষে মিউচুয়াল ফান্ডের অবসায়ন ও রূপান্তর ইস্যুতে বিএসইসির প্রজ্ঞাপন ও এর আলোকে প্রদত্ত সর্বশেষ নির্দেশনা অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

পরে এ রায়ের বিরুদ্ধে বিএসইসির আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী ১০ জানুয়ারি পর্যন্ত ফান্ডের রূপান্তর-অবসায়ন ইস্যুতে স্থিতাবস্থা দেন। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিতাদেশের পাশাপাশি গত ২৪ মার্চ শুনানির তারিখ নির্ধারণ করেন। এর পরিপ্রেক্ষিতে এইমস-গ্রামীণের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত কয়েকটি ফান্ডেরও রূপান্তর-অবসায়নে নতুন নির্দেশনা দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী গত ২ মার্চ এইমস ফার্স্ট গ্যারান্টেড ও গ্রামীণ ওয়ান: স্কিম ওয়ান মিউচুয়াল ফান্ডের সর্বশেষ লেনদেন হয়। পরবর্তীতে ফান্ড দুটির ট্রাস্টি প্রতিষ্ঠান উপস্থাপিত নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে এর অবসায়নের অনুমতি দেয় কমিশন। একই সঙ্গে ফান্ডগুলোর ট্রাস্টি প্রতিষ্ঠানকে ইউনিটহোল্ডারদের প্রাপ্য অর্থ প্রদানে সাত কার্যদিবস সময় বেঁধে দিয়ে ২ মার্চ নতুন নির্দেশনা দেয় বিএসইসি। তবে রিটের চূড়ান্ত শুনানির আগেই অবসায়ন প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেয়ায় আদালতের নির্দেশে অর্থ বিতরণ স্থগিত হয়ে যায় ফান্ড দুটির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ/আর