ভালো লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নূরানী ডায়িং

nuraniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডায়িং এন্ড সোয়েটার লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুনে সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

আগামী ১৪ জানুয়ারি থেকে শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় বাধা নেই

6053660912e8878fc8abde24ede2b0c2-5a572633f1be8স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্থগিত হওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই। গত বছর দেওয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ পরীক্ষাসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা না করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের দেওয়া এই আদেশ শর্তসাপেক্ষে ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

এই আদেশের ফলে ওই তিন ব্যাংকসহ আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি নির্ধারিত সময়ে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান। তিনি বলেন, তিন ব্যাংকের বিষয়ে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছেলন তা তুলে নিয়ে আট ব্যাংকের পরীক্ষা একত্রে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, পরীক্ষা যথা সময়েই হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজকের বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে পাওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফোর-জি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফোর-জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

এর আগে ফোর-জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আবেদন জানিয়ে জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করেছিলেন হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি’কে অপসারণে বাধা নেই

nrbbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

ফলে এনআরবিসিবি ব্যাংকের এমডিকে অপসারণে আর কোনও বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানের পক্ষে ছিলেন সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

গত বছরের ৭ ডিসেম্বর এনআরবিসিবি’র এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংকের জারিকৃত আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই অপসারণ আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ওই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হামিদা চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল বিভূতিভূষণ বিশ্বাস।

সহকারী অ্যাটর্নি জেনারেল বিভূতিভূষণ বিশ্বাস বললেন, “একটি রিটের শুনানি নিয়ে আদালত এনআরবিসিবি’র এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংকের আদেশ স্থগিত করেছেন। এ বিষয়টি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা মতামত জানালে আমরা এর বিরুদ্ধে আপিল করবো।”

গত বছরের ৫ ডিসেম্বর ব্যাংক কোম্পানি আইনের ৪৬(১) ধারার ক্ষমতাবলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল রেখেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডেল্টা স্পিনার্সের বোর্ড সভা ২০ জানুয়ারি

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ জানুয়ারি আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সাড়ে ১২ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কেয়া কসমেটিকসের ১.৭২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের এক করপোরেট পরিচালক ১ কোটি ৭২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কেয়া ইয়ার্ন মিলস নামে এই করপোরেট পরিচালক কোম্পানিটির ১.৭২ শেয়ার বেচবে। কেয়া ইয়ার্ন মিলসের নামে কোম্পানিটির মোট ১৪,৭৫,৮৮,৬৩১টি শেয়ার রয়েছে।

এই করপোরেট পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. স্কয়ার ফার্মা
  2. ইফাদ অটোস
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. আমরা নেটওয়ার্কস
  5. ন্যাশনাল টিউবস
  6. বিডি থাই
  7. লাফার্জ সুরমা সিমেন্ট
  8. ইউনাইটেড পাওয়ার
  9. সিটি ব্যাংক
  10. ইসলামী ব্যাংক লিমিটেড।

ডিএসইতে ৩৮১ ও সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮১ কোটি টাকার উপরে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে ২০ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৬০ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৫১ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৪৪৮ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৫টির। আর দর অপরিবর্তিত আছে ৬২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, প্যারামাউন্ট টেক্সটাইল, আমরা নেটওয়ার্কস, ন্যাশনাল টিউবস, বিডি থাই, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৫২পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২০ কোটি ৯২ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেক হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ন্যাশনাল ফিডের এমডির ২৮ লাখ শেয়ার বিক্রি

national_feed_mill_939619377স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস কোম্পানি লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ২৮ লাখ শেয়ার বিক্রি করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির ব্যবস্থপনা পরিচালক আকতার হোসেন বাবুলনিজ নামে কোম্পানিটির মোট ২৮ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করলেন। তার হাতে কোম্পানিটির মোট ১,৬২,৪২,০৬০ টি শেয়ার ছিল।

এই উদ্যোক্তা পরিচালক ঘোষণার ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

অনিবার্য কারণে ইষ্টার্ণ ক্যাবলসের এজিএম স্থগিত

eastern cableস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেড পরিচালনা পর্ষদ আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, কোম্পানিটির আসন্নএজিএমটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। যা আগামী ১৮ জানুয়ারি হওয়ার কথা ছিল।

তবে কোম্পানিটির এজিএমের নতুন ভ্যানু, তারিখ ও সময় পরিবর্তিততে জানানাে হবে।

এর আগে চট্টগ্রামের পতেঙ্গায় কারখানা প্রাঙ্গনে এই এজিএমটি আহবান করা হয়। গত ২০১৭ সালে কোম্পানিটি প্রস্থাবিত ১০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন নিতে এই এজিএমটি আহবান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর