অর্থ পাচারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী গ্রেফতার

uuuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থ পাচারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোশমা মানসুরকে আজ বুধবার গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

নাজিব রাজাকের স্ত্রীর আইনজীবী কুমারায়েনদ্রান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুর্নীতি দমন সংস্থা গ্রেফতার করেছে।

সম্প্রতি মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড. মাহাথির মোহাম্মাদের জোট পাকাতান হারাপান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনালকে পরাজিত করে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ ওঠে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার রোশমা মানসুরকে অর্থ পাচারের দায়ে অভিযুক্ত করা হতে পারে বলে খবরে বলা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

সেপ্টেম্বর মাসে ডিএসই’র মাধ্যমে রাজস্ব আদায় ২১ কোটি ৫১ লাখ টাকা

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা বা ৫২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সেপ্টেম্বরে মাসে ডিএসইর মাধ্যমে সরকারের ২১ কোটি ৫১ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যার পরিমাণ আগস্ট মাসে ছিল ১৪ কোটি ১৯ লাখ টাকা। এ হিসাবে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা বা ৫২ শতাংশ।

ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে লেনদেনের ওপরে সেপ্টেম্বর মাসে ১৪ কোটি ৮১ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। একইসঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আদায় হয়েছে ৬ কোটি ৭০ লাখ টাকা।

অপরদিকে সরকার আগস্ট মাসে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১১ কোটি ৪৯ লাখ টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ২ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায় করে।

স্টকমার্কেটবিডি.কম/এ

নোজ ল্যান্ডিং গিয়ার নামছিলো না বলে জরুরি অবতরণ : ইউএস বাংলা

001704KK-PK-06-11-04-2016স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কক্সবাজারের আকাশে পৌঁছানোর পর ল্যান্ডিং করার পূর্ব মুহূর্তে যখন নোজ ল্যান্ডিং গিয়ার নামছিলো না, তখন পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জাকারিয়া ও ফার্স্ট অফিসার সাঈদ বিন রউফ নিরাপদ ল্যান্ডিং করার জন্যে জরুরি অবতরণের প্রয়োজনীয়তা অনুধাবন করেন বলে জানান ইউএস বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইমরান।

বুধবার (৩ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারা বিশ্বের এয়ারলাইন্সগুলো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) একটি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে পরিচালিত হয়। অন্যদিকে, নির্মাতা প্রতিষ্ঠানের বিধিবদ্ধ নিয়মাবলী এয়ারক্রাফট মেনটেইন্যান্সের ক্ষেত্রে অপারেটরকে কঠোরভাবে প্রতিপালন করতে হয়। ইউএস বাংলা এয়ারলাইন্সও নিয়ম মেনেই ফ্লাইট পরিচালনা করে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইমরান আসিফ বলেন, ‘২৬ সেপ্টেম্বর ইউএস বাংলার একটি বোয়িং ৭৩৭ ৮০০ এয়ারক্রাফট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রয়োজন হয়। ঢাকা থেকে ১৬৪ জন যাত্রী ও সাত জন ক্রুসহ মোট ১৭১ জন আরোহী নিয়ে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। সঠিক সময়ে কক্সবাজারের আকাশে পৌঁছানোর পর ল্যান্ডিং করার পূর্ব মুহূর্তে যখন নোজ ল্যান্ডিং গিয়ার নামছিলো না, তখন পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জাকারিয়া ও ফার্স্ট অফিসার সাঈদ বিন রউফ নিরাপদ ল্যান্ডিং করার জন্যে জরুরি অবতরণের প্রয়োজনীয়তা অনুধাবন করেন। কিন্তু কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণের পর্যাপ্ত সুবিধা না থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সিদ্ধান্ত নেন। দক্ষতার সঙ্গে ক্যাপ্টেন জাকারিয়ার নেতৃত্বে বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। এমনকি এ ঘটনায় এয়ারক্রাফটের উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে।’

ইমরান আসিফ আরও বলেন, ‘ইউএস বাংলা শুরু থেকেই কঠোরভাবে নীতিমালা অনুসরণ করে আসছে। ইউএস বাংলার এয়ারক্রাফট ঊড্ডয়নের আগে তিন ধাপে তার টেকনিক্যাল চেকিং হয়। বিদেশি প্রকৌশলীরা এয়ারক্রাফটগুলো রুটিন মাফিক চেক করেন। ঊড্ডয়নের আগে ইঞ্জিনিয়ার আবারও তা পরীক্ষা করেন। তারা ফ্লাইট ঊড্ডয়ন উপযোগী সার্টিফিকেট প্রদানের পর সংশ্লিষ্ট বৈমানিক (ক্যাপ্টেন) আবারও এয়ারক্রাফটটির সক্ষমতা রি-চেক করেন। চেক-ক্রস চেকিংয়ের পরই একটি ফ্লাইট ডিপার্টচারের অনুমতি পায়।

স্টকমার্কেটবিডি.কম/এ/জেড

বেসিক ব্যাংকের সাবেক ডিজিএমের জামিন আবেদন বাতিল

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংকের গুলশান শাখার প্রধান ও সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সিপার আহমেদের জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় তার জামিন না-মঞ্জুর করেছেন আদালত।

সিপার আহমেদের জামিন বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি করে বুধবার (৩ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সিপার আহমেদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহারিন ও এ কে এম আমিন উদ্দিন। এছাড়া, দুদকের পক্ষে ছিলেন কামরুন্নেছা রত্মা।

এর আগে ৬৮ কোটি ৮১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ২১ নভেম্বর সিপার আহমেদসহ মোট সাত জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন। পরে এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে এ বছরের ২৮ ফেব্রুয়ারি সিপার আহমেদের জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। এরপর সেই রুলের দীর্ঘ শুনানি নিয়ে আদালত তা খারিজ করে দেন।

স্টকমার্কেটবিডি.কম/এ/জেড

  1. খুলনা পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ইফাদ অটোস
  4. ড্রাগন সোয়েটার স্পিনিং
  5. এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস
  6. ভিএফএস থ্রেডস
  7. ইনটেক অনলাইন
  8. শাশা ডেনিমস
  9. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  10. লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

ডিএসই ও সিএসইতে মিশ্রাবস্থায় লেনদেনে বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। দিনশেষে ডিএসইতে সব সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৮৮ কোটি ৪০ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১২টির। আর দর অপরিবর্তিত আছে ৫৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, ড্রাগন সোয়েটার স্পিনিং, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, ভিএফএস থ্রেডস, ইনটেক অনলাইন, শাশা ডেনিমস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৭০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২১ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৩৪ কোটি ২১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিডি ফাইন্যান্স ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এমটিবি পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচ্যূয়াল ট্রাষ্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: আবদুল মালেক নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

মুন্নু সিরামিকসের সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই

monnuস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিল ৩২৬.৬০ টাকা এবং আর গতকাল ১ অক্টোবর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৩৬১ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে মুন্নু সিরামিকস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি অটোকার্স এবং লিগ্যাসির লেনদেন স্থগিতাদেশ তুলে নিল বিএসইসি

dse bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি অটোকার্স এবং লিগ্যাসি ফুটওয়ার লিমিটেডের লেনদেনে স্থগিতাদেশ তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মুন্নু স্টাফলার্স, বিডি অটোকার্স এবং লিগ্যাসি ফুটওয়ার লিমিটেডের লেনদেনে স্থগিতাদেশ ১৫ দিন বাড়িয়ে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি ওয়েবসাইটে এ তথ্য জানোনো হয়েছে।

এর আগে কোম্পানিগুলোর লেনদেন গত অগাস্টের মাঝামাঝি ৩০ কার্যদিবসের জন্য স্থগিত করেছিল কমিশন।

বিএসইসি এসব কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করছে। ওই সময় ৫ কোম্পানিকে স্পটে দেওয়া হয়েছিল।

কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, আজিজ পাইপ, স্টাইল ক্রাফট, ড্রাগন সোয়েটার এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।

এরমধ্যে কয়েকদিন আগে ড্রাগন সোয়েটারকে লেনদেনের অনুমতি দিয়েছে কমিশন।

ওই সময় দুই কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। কোম্পানিগুলো হচ্ছে-লিগ্যাসি ফুটওয়ার এবং বিডি অটোকারস। এসব কোম্পানির শেয়ার দর দীর্ঘদিন অস্বাভাবিকভাবে বাড়ছে।

স্টকমার্কেটবিডি/জেড

এসএস স্টিলসের আইপিও সাবস্ক্রিপশন ২৮ অক্টোবর-৭ নভেম্বর

SSSTEELস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এসএস স্টিলস লিমিটেডকে ২৫ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এই আইপিও সাবস্ক্রিশনের দিন নির্ধারণ করে দিয়েছে কমিশন।

কোম্পানি সূত্র জানা যায়, এসএস স্টিলস লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৮ অক্টোবর। আর বিনিয়োগকারীরা এই আবেদন জমা দিতে পারবেন ৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে গত ১৭ জুলাই বিএসইসির ৬৫১তম নিয়মিত সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত ২৫ কোটি টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এসএস স্টিলস লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫.৩৫ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ১.২০ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/