লালমনিরহাটে ৫২ পণ্য বিকিকিনি বন্ধে মাইকিং

courtস্টকমার্কেটবিডি ডেস্ক :

উচ্চ আদালতে ক্ষতিকারক বিবেচনায় নিষিদ্ধঘোষিত ৫২টি পণ্য ক্রয়–বিক্রয় না করতে সচেতনতা সৃষ্টিতে লালমনিরহাট শহরে মাইকিং হয়েছে। আজ সোমবার লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই মাইকিং হয়। কাল মঙ্গলবারও মাইকিং করা হবে।

সকাল থেকে লালমনিরহাট শহরে মাইকিং করে নিষিদ্ধঘোষিত ওই পণ্যের নাম ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম প্রচার করা হচ্ছে। এসব পণ্য ক্রয় ও বিক্রয় না করতে ক্রেতাসাধারণ ও ব্যবসায়ীদের আহ্বান জানানো হচ্ছে।

মাইকিংয়ে বলা হচ্ছে, জেলা প্রশাসনের উদ্যোগে সার্বিক বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে এসব পণ্যের একটিও পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে চেম্বার ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো সুপারিশ করা হবে না।

লালমনিরহাট চেম্বারের সভাপতি ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল হক বলেন, ব্যবসায়ী সমাজের সুনাম রক্ষা এবং সৎ ব্যবসার স্বার্থেই এই মাইকিং করা হচ্ছে। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরের সময় নিষিদ্ধঘোষিত এসব পণ্য কিনে মানুষ যাতে প্রতারিত না হন, এ জন্য লালমনিরহাট জেলা প্রশাসনের অনুরোধে চেম্বার এই মাইকিং করার সিদ্ধান্ত নেয়।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. শফিউল আরিফ বলেন, গত রোববার লালমনিরহাট জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে চেম্বারকে পদক্ষেপ নিতে বলা হয়। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/জেড

আমের বাজার পর্যবেক্ষণে রাখার নির্দেশ হাইকোর্টের

courtস্টকমার্কেটবিডি ডেস্ক :

আমে কেমিক্যাল ব্যবহার রোধে ঢাকাসহ সারা দেশের ফলের বাজার ও গুদামগুলোতে তদারকির জন্য মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৭ দিনের মধ্যে পুলিশ মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের চেয়ারম্যান ও বিএসটিআইয়ের পরিচালককে এই মনিটরিং টিম গঠন করে ১৮ জুন এই বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সম্পূরক এক আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে গত ৯ এপ্রিল রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের নির্দেশ দেন হাইকোর্ট।

আদেশ বাস্তবায়ন করে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে প্রতিবেদন দিতে বলা হয়।

আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে মর্মে আজ আদালতে প্রতিবেদন দাখিল করেন রাজশাহীর পুলিশ কমিশনার।

স্টকমার্কেটবিডি.কম/জেড

গ্লোবাল ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ২৭ মে

global-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ মে আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২টা রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

রানার অটোমাইলসের লেনদেন শুরু মঙ্গলবার

Runner logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত প্রকৌশর খাতের কোম্পানি রানার অটোমোবাইস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। সেদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “RUNNERAUTO” এবং ডিএসইতে কোম্পানি কোড-১৩২৪৬ নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ব্র্যাক ব্যাংক
  2. এসকে ট্রিমস
  3. ফরচুন সুজ
  4. ব্যাংক এশিয়া
  5. আইএফআইসি
  6. ডরিন পাওয়ার
  7. প্রিমিয়ার ব্যাংক
  8. রূপালী লাইফ
  9. মুন্নু সিরামিকস
  10. এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড।

ডিএসইতে ৩৮৭ ও সিএসইতে ১০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হযেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪৪৩ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৯৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৩৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭২টির। আর দর অপরিবর্তিত আছে ৩০টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, এসকে ট্রিমস, ফরচুন সুজ, ব্যাংক এশিয়া, আইএফআইসি, ডরিন পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, রূপালী লাইফ, মুন্নু সিরামিকস ও এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১০২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল রবিবার সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও এসএস স্টিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আজ থেকে হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে বিমান

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এজন্য আজ সোমবার (২০ মে) থেকে হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি। এবার এক লাখ ২৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করেছে সরকার।

জানা গেছে, ৩২ দিনে ১৫৭টি ডেডিলেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৫ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর। এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ যাত্রী পরিবহন করবে বিমান।

বিমান জানিয়েছে, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া, চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় হজযাত্রীদের নিয়ে যাবে। এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭ ৩০০ উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। হজ ফ্লাইট চলাকালীন নিয়মিত শিডিউল ঠিক রাখতে দুটি উড়োজাহাজ স্বল্পমেয়াদে লিজ নেবে বিমান।

স্টকমার্কেটবিডি.কম/এম

দুই মাস বন্ধ থাকবে ন্যাশনাল ফিডের কারখানা

National-Feedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের কারখানা বন্ধ থাকবে। কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে দুই মাস এই উৎপাদন বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির কারখানাটি গত ১৫ মে হতে বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি আগামী ১৪ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

উক্ত সময়ে কারখানার মেশিনাদি মেরামতসহ উন্নয়নমূলক কাজ করা হবে।

৬০ দিন পরে যথারীতি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে ।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্যারামাউন্ট টেক্সটাইলের ঋণমান প্রকাশ

paraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ১১ এপ্রিল পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এম