ঢাকায় শুরু হচ্ছে ৮ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

tourismস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ৮ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী এদিন বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিগত বছরের ধারাবাহিকতায় পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমসটেক সচিবালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ফেয়ার।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-এর পরিচালক মো. আবদুস সামাদ মঙ্গলবার রাজধানীর একটি হোটেল আয়োজিত এক সংবাদ সম্মেলেনে মেলার প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে এসব তথ্য জানান।

স্টকমার্কেটবিডি.কম/জেড

২০১৯-২০ বছরে জিডিপি হবে ৮ শতাংশ : এডিবি

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো জিডিপি অর্জনে নিচের দিকে থাকলেও বাংলাদেশ সব সেক্টরে ভালো করায় বাংলাদেশের অবস্থান উপরের দিকে আছে।চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে জানালেন এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে বেলা সাড়ে ১২টার দিকে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট প্রতিবেদন প্রকাশকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, এডিবি মনে করছে শিল্প খাতের উন্নয়নের ফলে এ প্রবৃদ্ধি হবে। বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে পণ্য রপ্তানিতে প্রায় ১০ শতাংশের উপরে জিডিপি অর্জন করেছে।

এছাড়া বাংলাদেশের অবকাঠামোখাতে ব্যাপক উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। যার ফলে বাংলাদেশে এখন ব্যাপক বিদেশি বিনিয়োগ আসছে। তবে এটা ধরে রাখা হলো একটি বড় চ্যালেঞ্জ।

স্টকমার্কেটবিডি.কম/

ত্রিপুরায় বাংলাদেশ থেকে বিনিয়োগে আশাবাদী বিপ্লব

154912biplab-debস্টকমার্কেটবিডি ডেস্ক :

উত্তর-পূর্ব ভারতের প্রথম স্পেশাল ইকোনমিক জোন হতে চলেছে ত্রিপুরাতে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বাংলাদেশ থেকে প্রত্যক্ষ বিনিয়োগ আসতে পারে বলে আশাবাদী তিনি।

মঙ্গলবার বিকেলে বিপ্লব দেব সাংবাদিকদের তিনি বলেন, সাব্রুমে এসইজেড (SEZ) তৈরির পেছনে সঙ্গত কারণ রয়েছে। ভারতীয় রেলের গুদাম রয়েছে এখানে, ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশ সেতু তৈরির কাজ চলছে, যা ২০২০ সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আন্তর্জাতিক চেক পোস্ট তৈরিরও পরিকল্পনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে সাব্রুমের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হওয়ার জন্য যা যা হওয়া দরকার, সবই এখানে রয়েছে।

২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে সমস্ত কর্মসূচী সামনে রেখে প্রচার করেছিল, এসইজেড তার মধ্যে অন্যতম। নিয়ম মেনে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে গেলে ন্যূনতম ২৫ একর জমি লাগে। সাব্রুমে তার থেকে কিছুটা কম পাওয়া গিয়েছে। বিল্পব দেব জানিয়েছেন রাজ্য সরকার এ ক্ষেত্রে নিতি আয়োগের কাছে সামান্য ছাড় চেয়েছে, আশা করা হচ্ছে জটিলতা কেটে যাবে শিগগির।

বিপ্লব দেব বলেন, বাংলাদেশ আমাদের সবচেয়ে কাছের পড়শি দেশ। সেখান থেকে বিনিয়োগকারী পাওয়ার আশায় রয়েছি। বিদেশি বিনিয়োগের পক্ষে সমস্ত অনুকূল পরিবেশ সেখানে রয়েছে। তিনি আরও বলেন, রাবার, চা এবং পর্যটন শিল্পে বিদেশি বিনিয়োগের ব্যাপারে আশাবাদী আমরা।

স্টকমার্কেটবিডি.কম/এম

জেনেক্স ইনফোসিসের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

genexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি ২। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

২০১৮ সালের ৩০ জুস সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বি

২৫০০ সিসি গাড়ীর তালিকা চায় দুদক

carস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিআরটিএ’র কাছে ২৫০০ বা তার বেশি অশ্বশক্তি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুদক কার্যালয় থেকে বিআরটিএর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজের স্বাক্ষরে এক পত্রের মাধ্যমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর চেয়ারম্যানের কাছে বিগত পাঁচ বছরে বিআরটিএ রেজিস্ট্রেশন করা ২৫০০ বা তার বেশি অশ্বশক্তি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপের তালিকা চেয়েছে দুদক।

পত্রে গাড়ির বিবরণ অর্থাৎ ইঞ্জিন নম্বর/চেসিস নম্বর/মডেল, আমদানির সাল, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, গাড়ির মূল্য, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এসব তথ্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা স্থগিত

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ  লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা স্থগিত করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর বেলা পৌনে ৩ টায় রাজধানী বনানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হ্ওয়ার কথা ছিল।

বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৯/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডাদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু স্টাফলার্স
  2. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  3. ন্যশনাল টিউবস
  4. গ্রামীনফোন লিমিটেড
  5. ভিএফএস থ্রেডস
  6. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  7. বীকন ফার্মা
  8. রূপালী ইন্স্যুরেন্স
  9. ফরচুজ সুজ
  10. মুন্নু সিরামিকস লিমিটেড।

ডিএসইতে ৩১৮ ও সিএসইতে ১৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও  সূচক দুটিই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার  ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার  ডিএসইতে লেনদেন হয় ৪০৫ কোটি ৬৩ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫১ পয়েন্টে। আর ডিএসই সূচক ০.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪১টির। আর দর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – মুন্নু স্টাফলার্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স,  ন্যশনাল টিউবস, গ্রামীনফোন লিমিটেড, ভিএফএস থ্রেডস, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, ফরচুজ সুজ ও মুন্নু সিরামিকস লিমিটেড।

এদিকে বুধবার  দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট  কমে অবস্থান করছে ১৫ হাজার ২৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২১টির এবং অপরিবত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার  থেকে ২৬ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে ডরিন পাওয়ার ও বিএসআরএস স্টিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শ্রমিক কল্যাণ তহবিলে বিএটিবিসির ১০ কোটি টাকার লভ্যাংশ প্রদান

batbcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) ১০ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৩৩৭ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে। এছাড়া মোবাইল টাওয়ার স্থাপনা কোম্পানী ইডটকো বাংলাদেশ লিমিটেড ১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ১৮৮ টাকা প্রদান করেছে।

মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের মানব সম্পদ বিভাগের প্রধান সাদ জসিম এবং ইডটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাহুল চৌধুরী নিজ নিজ কোম্পানীর পক্ষে মোট ১১ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৫২৫ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানীর নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশী এবং বহুজাতিক মিলে ১৪৩ টি কোম্পানী নিয়মিত এ তহবিলে অর্থ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৩৮২ কোটি টাকা। অন্যদিকে এ তহবিল হতে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ৯ হাজার ¤্রমিককে ৩০ কোটি টাকা সহায়তা প্রদান করেছে।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রম সচিব কে এম আলী আজম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের এক্সটার্নাল এ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ, এইচ আর বিজনেস পার্টনার অপারেশনস আদ্রিতা দত্ত, প্রোগ্রাম ম্যানেজার মেহেদী আরিফ মোজাম্মেল, করপোরেট এ্যাফেয়ার্স কনসালটেন্ট আখতার আনোয়ার খান, কমার্সিয়াল এ্যাফেয়ার্স এক্সিকিউটিভ আরিফুল ইসলাম শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড