৪ প্রতিষ্ঠানকে সতর্ক ও এক ব্যাক্তিকে ১০ লাখ টাকা জরিমানা

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

লিগেসি ফুটওয়্যার লিমিটেড, কুইন্স সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড এবং বাংলাদেশ অটো কারস লিমিটেডের শেয়ার লেনদেনে অনিয়মের অভিযোগ ৪ প্রতিষ্ঠানকে সতর্ক ও এক ব্যাক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৪১তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিকিউরিটিজ আইন ভঙ্গের মাত্রা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র মতে, আব্দুল কাইয়ুম এবং তার সহযোগী, এম সিকিউরিটিজ লি: (ডিএসই # ৪৪), লুৎফুন নেসা এবং আলিফ টেক্সটাইল লি: এবং মেসার্স কাইয়ুম এ্যান্ড সন্সকে সতর্ক করা হয়েছে। আর ড. এ. কে. এম. কবির আহমেদকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ লি: এর তদন্ত দল কর্তৃক প্রদত্ত প্রতিবেদনে উল্লিখিত লিগেসি ফুটওয়্যার লি:, কুইন্স সাউথ টেক্সটাইল মিলস লি: এবং বাংলাদেশ অটো কারস লি: এর শেয়ার লেনদেন এর উদঘাটিত অনিয়ম হতে দেখা যায় যে, আব্দুল কাইয়ুম এবং তার সহযোগী, মাইনুল হক খান এবং সহযোগী (পদ্মা গ্লাস এবং রহমত মেটাল), ড. এ.কে.এম. কবির আহমেদ, এম. সিকিউরিটিজ লি: (ডিএসই # ৪৪), লুৎফুন নেসা এবং আলিফ টেক্সটাইল লি: ও মেসার্স কাইয়ুম এ্যান্ড সন্স সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই) (ভি) ভঙ্গ করেছে এবং এম. সিকিউরিটিজ লি: (ডিএসই # ৪৪) মার্জিন রুল ১৯৯৯ ভঙ্গ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

আইপিওতে মূলধন কম পাবে নতুন বিমা কোম্পানিগুলো

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফ্রিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওতে আসতে ৩০ কোটি টাকার পরিবর্তে ১৫ কোটি টাকা মূলধন উত্তোলন করতে পারবে বিমা কোম্পানিগুলো।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৪১তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ২৬টি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফিক্সড প্রাইস মেথডে আইপিওতে মূলধন উত্তোলনের ক্ষেত্রে সর্বনিম্ন ৩০ কোটি টাকা উত্তোলনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ফলে উক্ত ২৬টি ইন্স্যুরেন্স কোম্পানি ফিক্সড প্রাইস ম্যাথডের মাধ্যমে আইপিওতে সর্বনিম্ন ১৫ কোটি টাকা বা তার বেশি মূলধন উত্তোলন করতে পারবে। এই প্রেক্ষিতে কমিশন অতি শীঘ্রই একটি নোটিফিকেশন জারি করবে।

স্টকমার্কেটবিডি.কম/

রবি আজিয়াটার ৫২৩ কোটি টাকার আইপিও অনুমোদন

robiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৪১তম নিয়মিত সভায় এই আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, কোম্পানিটি শেয়ারবাজারে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ার ছেড়ে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

তবে আইপিও শেয়ারের মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার কোম্পনির কর্মকর্তা কর্মচারিদের মধ্যে ইস্যু করা হবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি নিজস্ব নেটওয়ার্কস সম্প্রসারণ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬৪ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইডিএলসি এনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

 

আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনায় দেশের সর্ববৃহৎ আইপিও

idlcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রবি আজিয়াটা লিমিটেডের আইপিও অনুমোদন করেছে। রবি শেয়ারবাজার থেকে ৫২৩ কোটি টাকা সংগ্রহ করবে যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ আইপিও। উত্তোলিত অর্থ রবির নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ব্যবহৃত হবে।

টেলিকমিউনিকেশন খাতের দ্বিতীয় কোম্পানি হিসেবে রবির তালিকাভুক্তি বাজারের মূলধনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

এই আইপিও’র ইস্যু ম্যানেজার হিসাবে আইডিএলসি ইনভেস্টমেন্টস দায়িত্ব পালন করছে। আইডিএলসি ২০১৬ সালে রবি-এয়ারটেল একীভূতকরণেও উপদেষ্টা হিসাবে কাজ করেছে, যা বাংলাদেশের বৃহত্তম মার্জার লেনদেনগুলির মধ্যে অন্যতম।

এ প্রসঙ্গে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর এমডি এন্ড সিইও আরিফ খান বলেন, “রবি আজিয়াটার এই আইপিওর মাধ্যমে সংগৃহীত তহবিল তথ্যপ্রযুক্তির উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আমরা বিশ্বাস করি। ইস্যু ম্যানেজার হিসেবের বির এই অর্জনে সহযোগী হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।

আইডিএলসি ভবিষ্যতেও এইধরণের ইতিবাচক কার্যক্রম এর সাথে থাকবে বলে আশা প্রকাশ করছি “।

এই আইপিও অনুমোদনের মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্স তাদের সুশাসনের সাথে পরিচালিত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার প্রতিশ্রুতি পুনরুক্তি করে । আইডিএলসি ২০১৮ সাল থেকে পর পর তিনবছর ইউরোমনিকর্তৃক “বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংক” হিসাবে পুরস্কৃত হয়েছে।

আইপিও, একীভূতকরণ ও অধিগ্রহণছাড়াও, আইডিএলসি পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং মার্জিন ঋণ ব্যবসায়ের সাথে জড়িত।

আইডিএলসি ভবিষ্যতে আরও মানসম্পন্ন আইপিও আনতে এবং বাংলাদেশের শেয়ারবাজারের বিকাশে অবদান রাখতে কাজ করে যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

ক্রিষ্টাল ইন্স্যূরেন্সের আইপিও অনুমোদন

CRESTALস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে ক্রিষ্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৪১তম নিয়মিত সভায় এই আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, এফডিআর এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী বিমাটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা। আর পূন:মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭২ টাকায়। যা পুনমূল্যায়ন ছাড়া ২৪.৪২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আমরা নেওয়ার্কসের জিরো কূপন বন্ড অনুমোদন

aamra-networksস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার আইটি খাতের কোম্পানি তালিকাভুক্ত আমরা নে্টওয়ার্কস লিমিটেডকে ১০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার বিএসইসির ৭৪১ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এটি একটি ফুলি রেডিমেবল নন কনভার্টেবল জিরো কুপন বন্ড।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং লিড এরেন্জার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক লিমিটেড ও লংকা বাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডাচ বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

dutch-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডাচ বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার বিএসইসির ৭৪১তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

এই বন্ডের ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে যথাক্রমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

৯১ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুক বাংলাদেশ এজেন্ট

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৯১ লাখ ৩৯ হাজার টাকা মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) জমা দিয়েছে। ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল হক আজ বুধবার বিষয়টি জানান।

গত আগস্টে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট এইচটিটিপুল ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে প্রতিষ্ঠানটি এই পরিমাণ ভ্যাট সংগ্রহ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অধিদপ্তর।
বিজ্ঞাপন

অবশ্য তার আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটিপুলের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল। এরপর তারা ৭৭ লাখ ৬২ হাজার টাকা বকেয়া ভ্যাট এবং ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা প্রদান করে।

অধিদপ্তর জানায়, গত ১৫ সেপ্টেম্বর ফেসবুকের এই এজেন্ট রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত তারিখের মধ্যে আগস্ট মাসের ভ্যাটের অর্থ পরিশোধ করে। এইচটিটিপুলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধের চালানসহ আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেন।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো ফার্মা
  2. ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স
  3. বেক্সিমকো লিমিটেড
  4. রূপালী লাইফ ইন্স্যূরেন্স
  5. সন্ধানী লাইফ ইন্স্যূরেন্স
  6. পূরবী জেনারেল ইন্স্যূরেন্স
  7. ব্র্যাক ব্যাংক
  8. পপুলার লাইফ ইন্স্যূরেন্স
  9. স্কয়ার ফার্মাসিটিউক্যালস
  10. ফেডারেল ইন্স্যূরেন্স লিমিটেড।

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের মিশ্র অবস্থা লক্ষ করা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৭২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮১ কোটি ৮১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৭২৯ কোটি ৯২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যূরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যূরেন্স, পূরবী জেনারেল ইন্স্যূরেন্স, ব্র্যাক ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যূরেন্স, স্কয়ার ফার্মাসিটিউক্যালস ও ফেডারেল ইন্স্যূরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৮১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১১২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও সন্ধানী লাইফ ইন্স্যূরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি