আইসিএমএবি-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এক্স ইনডেক্স এর ডিএমডি

মোঃ মামুনুর রশিদ এফসিএমএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোঃ মামুনুর রশিদ এফসিএমএ, দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে গত ২ বছর তিনি আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এক্স-ইনডেক্স কোম্পানিজ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং এক্স-ইনডেক্স এর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীর সদস্য হিসেবে কর্মরত আছেন।

এ ছাড়া তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান-ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টারস্ এসোসিয়েশন (বিসিএমইএ)-এর ভাইস প্রেসিডেন্ট, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) এর সম্মানিত সদস্য।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্র্যাক আড়ং, রহিম আফরোজ, সমিট পাওয়ার লিঃ, সেবা ফোন এবং কাজী ফার্মস গ্রুপ এ বিভিন্ন উচ্চতর পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ১৯৮৭ সালের বি.কম পরীক্ষায় প্রথম শ্রেণিতে ২য় এবং ১৯৮৯ সালের এম.কম পরীক্ষায় প্রথম শ্রেণিতে ৪র্থ স্থান অর্জন করেন। স্ত্রী জেসমিন সুলতানা এবং দুই কন্যা তানহা ও তাহিয়াকে নিয়ে তাঁর সুখী পরিবার   ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

জানুয়ারি মাসের রেমিট্যান্স ১৩ শতাংশ কম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসীদের পাঠানো আয় (রেমিট্যান্স) আবার বাড়তে শুরু করেছে। গত জানুয়ারি মাসে প্রবাসীরা ১৭০ কোটি ৪৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। এ আয় গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। তবে এ আয় গত বছরের জানুয়ারি মাসের তুলনায় প্রায় ১৩ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে প্রবাসী আয় পাঠালে আগের চেয়ে বেশি হারে নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে। এত দিন প্রবাসী বাংলাদেশিরা দেশে অর্থ পাঠালে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা পেতেন। গত ১ জানুয়ারি থেকে প্রণোদনা বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে। এ কারণে জানুয়ারি মাসে আয় আসা বেড়েছে।

এদিকে বিদায়ী বছরে দেশে রেকর্ড পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসে প্রবাসী আয় আসা কমলেও সার্বিকভাবে ২০২১ সালে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

সব মিলিয়ে ২০২১ সালে প্রবাসী আয় এসেছে ২ হাজার ২০৭ কোটি মার্কিন ডলার। ২০২০ সালে এসেছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার ও ২০১৯ সালে এসেছিল ১ হাজার ৮৩৩ কোটি ডলার।

তবে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) যে প্রবাসী আয় এসেছে, তা অবশ্য আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ কম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈশ্বিক যোগাযোগব্যবস্থা চালু হওয়ায় অবৈধ পথে আয় আসা বেড়ে গেছে। এ জন্য করোনার মধ্যে আয়ে যে ঢেউ লেগেছিল, তাতে কিছুটা ভাটার টান লেগেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

শুরু হয়নি হজের নিবন্ধন; চলছে প্রতারণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হজের প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে নিবন্ধন এখনো শুরু হয়নি। এ বিষয়ে প্রতারণা হতে সতর্ক থাকার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণির দালাল চক্র হজের নিবন্ধন চলছে- এমন প্রলোভন দেখিয়ে প্রাক নিবন্ধনকারী হজ গমনেচ্ছুক মুসলিমদের থেকে অর্থ আদায় করছে। কিন্তু প্রকৃতপক্ষে করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনো শুরু করার সিদ্ধান্ত নেয়নি সরকার। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

জুনের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে : সেতু মন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০.৫০ ভাগ। ’

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

ওবায়দুল কাদের জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্টে হতে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮.৫০ ভাগ এবং বনানী মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ। এ প্রকল্পের কাজ আরো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এয়ারপোর্ট আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং চার লেন সড়কের কাজ শুরুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। টেস্ট পাইলিং কাজও শেষ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

মনুস্ফল পেপারের আয় বেড়েছে ৮ গুণের বেশি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি বাংলাদেশ মনুস্ফল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় ৮ গুণের বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০৮ টাকা। এ সময় কোম্পানিটির আয় ৮ গুণের বেশি বেড়েছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১৮ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০.৫৯ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৪০.৪৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

পেপার প্রসেসিংয়ের আয় ৪ পয়সা থেকে বেড়ে ২.১২ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০২ টাকা। এ সময় কোম্পানিটির আয় বেড়েছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০৪ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯.০৯ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ২৭.৯৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

‘জ্বালানি গ্যাসের মূল্য বাড়ানো হবে জনবিরোধী সিদ্ধান্ত’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি গ্যাসের দাম বাড়ানো হবে জনবিরোধী সিদ্ধান্ত। সরকার এমন সিদ্ধান্ত নিলে প্রমাণ হবে দেশের মানুষের প্রতি তাদের কোনও দরদ নেই’।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সম্প্রতি দেশের গ্যাস উৎপাদন কোম্পানিগুলো বর্তমান মূল্যের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে গ্যাসের মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে।

এ বিষয়ে জিএম কাদের বলেন, ‘বর্তমানে পাইপলাইনে সরবরাহ করা গ্যাসে দুই চুলার জন্য গ্রাহককে মাসে ৯৭৫ টাকা পরিশোধ করতে হচ্ছে। কিন্তু গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে দুই চুলার মাসিক বিল দাঁড়াবে দুই হাজার ১শ টাকায়। একইসঙ্গে আবাসিক গ্রাহকদের ঘন মিটার প্রতি নয় টাকা ৩৬ পয়সা থেকে বাড়িয়ে ২০ টাকা ৩৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। শিল্প কারখানায় বিদ্যুৎ ১৩ টাকা ৮৫ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে’।

‘আবার সার ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম চার টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে নয় টাকা ৬৬ পয়সা প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে হোটেল-রেস্তোরাঁয় ২৩ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সিএনজিতে ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যা দেশের সাধারণ মানুষের জীবনে বর্তমান প্রেক্ষাপটে মহা বিপর্যয় ডেকে আনবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বাড়তি মূল্য দেশের মানুষের কাছ থেকে আদায় করা হবে, যা তাদের জীবনকে অসহনীয় করে তুলবে’।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এমনিতেই গ্যাসের বিল পরিশোধ করার পরও রান্নার জন্য লাইনে গ্যাস পায় না সাধারণ মানুষ। সে জন্য নিয়মিত গ্যাসের বিল দেওয়ার পাশাপাশি বৈদ্যুতিক চুলাও ব্যবহার করছেন অনেকে। আবার কেউ কেউ অতিরিক্ত খরচ করে কাঠের চুলাও ব্যবহার করছেন’।

‘অপরদিকে, করোনাকালে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। ইতোপূর্বে তেল ও বিদ্যুতের দাম বাড়ার কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েকগুণ। নিত্যপণ্যের মূল্য দিনে দিনে আকাশচুম্বী হয়ে উঠেছে। তাই পরিবার-পরিজন নিয়ে দিন কাটাতে গিয়ে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় গ্যাসের দাম দ্বিগুণ হলে জীবন বাঁচাতে মানুষের মাঝে হাহাকার উঠবে’।

জাপা চেয়ারম্যান বলেন, ‘গ্যাসের দাম বাড়লে রফতানি পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। তাতে দেশের গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে আন্তর্জাতিক বায়িং প্রতিষ্ঠানগুলো মুখ ফেরাতে পারে বাংলাদেশ থেকে। এটি মহা বিপর্যয়ের কারণ হতে পারে। সব মিলিয়ে এ সময় গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হবে হঠকারী ও দুঃখজনক’। মেগা প্রজেক্টের বিপুল ব্যয় স্থগিত রেখে হলেও এ মুহূর্তে গ্যাসের মূল্য বাড়ানো বন্ধ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

স্টকমার্কেটবিডি.কম/

ডিজিটাল মুদ্রা আনছে ভারতের রিজার্ভ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক দেশটিতে ডিজিটাল মুদ্রা আনছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২২-২৩ সালের বাজেট অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়।

ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। নির্মলা সীতারমন বলেন, ২০২২-২৩ অর্থবছর থেকে ভারতে চালু হবে ডিজিটাল রুপি। ব্লকচেইন ও অন্যান্য প্রযুক্তির ব্যবহার করে এই অর্থ ব্যবস্থা পরিচালনা করবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনীতি বিস্তারে যা একটি বড় পদক্ষেপ হতে যাচ্ছে।

ভারতীয় রুপির ডিজিটাল ধরন হবে এই ডিজিটাল রুপি। যা পরিচালিত হবে রিসার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) মাধ্যমে। বিশ্বের উন্নত দেশগুলোতে ইতোমধ্যে চালু আছে ডিজিটাল অর্থ সেবা। যুক্তরাষ্ট্রে চালু আছে ডিজিটাল ডলার, ইউরোপে চালু আছে ডিজিটাল ইউরো, চীনে চালু আছে ডিজিটাল ই-ইয়েন।

আজ মঙ্গলবার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, আগামী অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার হবে ৯ দশমিক ২৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের জন্য মোট বাজেট ধরা হয়েছে ১০ লাখ ৬৮ হাজার কোটি রুপির। যা ভারতের মোট জিডিপির ৪ দশমিক ১ শতাংশ।

প্রসঙ্গত, ব্লকচেইন পদ্ধতিতে বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার লেনদেন যাবতীয় তথ্য রাখা হয়। যা ইন্টারনেটে একটি নির্দিষ্ট ডেটাবেসের মধ্যে রাখা হয়। লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ এই ব্লক চেনের তথ্য জানতে পারে না। মূলত এই পদ্ধতিকেই ব্যবহার করে রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা আনতে চলেছে।

ইতোমধ্যেই দেশের শীর্ষ ব্যাঙ্ক এই মুদ্রা বাজারে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। জানা গেছে, নগদ টাকা সমতুল্য হবে এই ডিজিটাল মুদ্রা।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় লাফার্জ হোলসিম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জ হোলসিম বিডি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৯০ কোটি ৯২ লাখ টাকার।

৭০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিবিএসের ৩৮ কোটি ৭৯ লাখ, ওরিয়ন ফার্মার ৩৭ কোটি ৭৪ লাখ, আরএকে সিরামিকসের ৩৪ কোটি ৬৭ লাখ, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের ২৬ কোটি ৬৯ লাখ , ন্যাশনাল পলিমারের ২৫ কোটি ৪৩ লাখ, বাংলাদেশ ফাইন্যান্সের ২৩ কোটি ৩৬ লাখ ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ২৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লাফার্জ হোলসিম বিডি
  3. বাংলাদেশ শিপিং করপোরেশন
  4. বিবিএস
  5. ওরিয়ন ফার্মা
  6. আরএকে সিরামিকস
  7. ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স
  8. ন্যাশনাল পলিমার
  9. বাংলাদেশ ফাইন্যান্স
  10. ইউনিয়ন ব্যাংক লিমিটেড।