অভিযানের পর চালের দামে নিম্নগতি: খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযানের প্রেক্ষিতে চালের দামে নিম্নগতি এসেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ রবিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড ২০২২ এর লেগো উন্মোচন এবং আনুষ্ঠানিক ঘোষণা” অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত সোমবার কেবিনেট বৈঠকে ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান নিয়ে আলাপ হয়। মঙ্গলবার বিকেল থেকে আমরা অভিযান শুরু করি। বুধবার থেকে অভিযান সারাদেশে শুরু হয়। সারাদেশে একসাথে সাঁড়াশি অভিযানের মতো আমাদের এটা চলছে।

বুধ-বৃহস্পতিবার ও অভিযান হয়েছে। শুক্র-শনিবার বন্ধের দিনেও আমাদের অভিযান চলেছে।

মন্ত্রী বলেন, আমরা অনেক জায়গায় অনেক চাল অবৈধ মজুত পেয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অবস্থায় বাজারে চালের দামের নিম্নগতি রয়েছে, একেবারে কন্ট্রোল হয়েছে, এ কথা আমি বলবো না। আমরা কাজ করছি। এটা আমরা অব্যাহত রাখবো।

স্টকমার্কেটবিডি.কম////

মঙ্গলবার সারা দেশে কর্মবিরতি ঘোষণা সিঅ্যান্ডএফরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কাস্টমস এজেন্টস লাইসেন্স বিধিমালা-২০২০-এর নিবর্তনমূলক কিছু ধারা, উপধারা ও বিভিন্ন বিধান বাতিলের দাবিতে আগামী মঙ্গলবার সারা দেশের শুল্ক হাউস ও স্টেশনগুলোত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ফেডারেশন অব কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের সহাসচিব মো. সুলতান হোসেন খান লিখিত বক্তবে বলেন, গত ৪ জুন রাজধানীর বেইলি রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দাবিসংক্রান্ত বিষয়ে সভা হয়। এতে নেতৃবৃন্দ বিধিমালা-২০২০-এ সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের স্বার্থবিরোধী কিছু বিধি অন্তর্ভুক্ত হওয়ায় নিন্দা জানানো হয়।

এ ছাড়া শুল্ক মূল্যায়ন বিধিমালা-২০২০ যথাযথভাবে বাস্তবায়ন করা, এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানা আরোপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ ও বিধি-বিধান বাতিলকরণ, এইচএস কোড নির্ধারণ একটি টেকনিক্যাল বিষয়।

অযৌক্তিক কারণে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে লাইসেন্সিং বিধিমালা-২০২০ ও কাস্টমস অ্যাক্ট-১৯৬৯-এর ধারা ২০৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ না করে এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা শুনানি প্রদানের সুযোগ না দিয়েই এআইএন লক করা বা লাইসেন্স সাময়িক বাতিল করা বা দোষ প্রমাণিত না হলেও জরিমানা আরোপের মতো নিবর্তনমূলক কার্যক্রম বন্ধ করতে হবে।

তিনি বলেন, এসব দাবি আদায়ের জন্য সংশ্লিষ্ট সকল বিভাগের সঙ্গে একাধিকবার চেষ্টা করেছি; কিন্তু আমাদের কোনো গুরুত্ব দেননি। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি শাসছুর রহমান, শেখ মোখলেছুর রহমান, কে এম আকতার হোসেন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শেখ লিয়াকত হোসেন, খায়রুল বাশার, কবির আহাম্মেদ প্রমুখ।

স্টকমার্কেটবিডিবিডি.কম///

‘আর্থিক হিসাবের তথ্য কোম্পানির ওয়েবসাইটে না থাকলে শাস্তি’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোনো কোম্পানির ব্যবসায়িক অবস্থা সম্পর্কে জানতে আর্থিক হিসাব জানা দরকার। যদি তালিকাভুক্ত একটি কোম্পানির নিরীক্ষিত হিসাবের তথ্য না পাওয়া যায় তাহলে বিনিয়োগকারীদের লোকসানের সম্ভাবনা থাকে। তাই আমরা সব তালিকাভুক্ত কোম্পানিকে ওয়েবসাইটে আপডেট তথ্য প্রকাশের অনুরোধ করব। কোম্পানির আর্থিক হিসাবের তথ্য ওয়েবসাইটে না থাকলে শাস্তির ব্যবস্থা আছে।

রোববার (৫ জুন) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ)’ শীর্ষক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইস) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক সময় একজন বিনিয়োগকারী তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগ করতে চাইলেও পারে না। কারণ কিছু কোম্পানি এখনো কোম্পানির সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে না। ফলে কেউ বিশ্লেষণ করে বিনিয়োগ করতে চাইলেও তথ্যের অভাবে তা পারছে না। এ বিষয়টি সমাধানের জন্য গত ২ বছরে চিঠি দিয়েও সম্ভব হয়নি। তালিকাভুক্ত কোম্পানির কী আছে, কী নেই এবং ব্যবসায়িক অবস্থা সম্পর্কে ওয়েবসাইটে আপডেট তথ্য থাকতে হবে। আমরা কঠোর হয়ে কাউকে শাস্তি দিতে চাই না। তবে কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো আইনগত সক্ষমতা বিএসইসির আছে।

শেয়ারবাজারে কেনার সময় লাভ করতে হয় বলে জানিয়ে তিনি বলেন, বিক্রি করে আসলে লাভ হয় না। তাই সঠিক সময়ে কিনতে হবে। কিন্তু আমাদের দেশের শেয়ারবাজারে অদ্ভুত অদ্ভুত গুজবে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে থাকে। এ ছাড়া যখন কেনার সময় তখন তারা বিক্রি করে এবং বিক্রির সময় কেনে।

তিনি বলেন, আমাদের বাজারে দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ ট্রেডার। যারা আসে এবং চলে যায়। আরেকটি পক্ষ হচ্ছে বিনিয়োগকারী। তবে আমাদের দেশে যে পরিমাণ বিনিয়োগকারী থাকা উচিত, তা নেই। একটি বাজারে ট্রেডার এবং বিনিয়োগকারী থাকবেই। তবে আমাদেরকে এখনো ট্রেডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগকারী বাড়ানোর চেষ্টা করতে হচ্ছে। তবে শেয়ারবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস করা উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ, এই বাজারে কিছু টেকনিক্যাল প্রোডাক্ট রয়েছে। সামনে আসতে যাচ্ছে ইটিএফ। যা না বুঝে কাজ করাটা কঠিন।

স্টকমার্কেটবিডি.কম//

দুই চুলায় গ্যাসের দাম বাড়লো ১০৫ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আবাসিকে এক চুলা বর্তমান দর ৯৫০ টাকায় ৪০ টাকা বেড়ে হয়েছে ৯৯০ টাকা। দুই চুলা বর্তমান দর ৯৭৫ টাকা, ১০৫ টাকা বেড়ে হয়েছে ১০৮০ টাকা। প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের বর্তমান দর ১২.৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮ টাকা। সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ঘনমিটার ৪.৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে।

আজ রবিবার (৫ জুন) বিকেলে ভাচুর্য়াল সংবাদ সম্মেলনে এ দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক। অন্যদের মধ্য অংশ নেন কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান ও কামরুজ্জামান।

গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ দাম বাড়ল গ্যাসের। সার উৎপাদনে সবচেয়ে বেশি ২৫৯ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ, ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি না করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। তারা বলছেন, এতে অন্তত অরাজকতার আশঙ্কা কমে গেল। যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা থেকে যায়।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিডিকম অনলাইন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডিকম অনলাইন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২৯ লাখ টাকার।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ফুয়াং ফুডসের ২০ কোটি ১১ লাখ, ওরিয়ন ফার্মার ১৯ কোটি ৭৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ কোটি ৫৯ লাখ, জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ১৬ কোটি ৪১ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ২৭ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১৫ কোটি ৯১ লাখ ও সিলকো ফার্মা লিমিটেডের ১৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিডিকম অনলাইন
  3. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  4. ফুয়াং ফুডস
  5. ওরিয়ন ফার্মা
  6. বাংলাদেশ শিপিং করপোরেশন
  7. জিএসপি ফাইন্যান্স
  8. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  9. লাফার্জ হোলসিম বিডি
  10. সিলকো ফার্মা লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের কিছুটা উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৮৬পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪৯৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫০ কোটি ১০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৭৫ কোটি ১০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৪টির, আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিডিকম অনলাইন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফুয়াং ফুডস, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম বিডি ও সিলকো ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪৭.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ৯৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৬৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৯৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন ও রিং সাইন টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ইউনিয়ন ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে এবারই প্রথম লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

একই দিনে বিমাটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

দক্ষিণ কোরিয়ায় ওয়ালটনের রিসার্চ সেন্টার চালু

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এমডি ও সিইও গোলাম মুর্শেদের উপস্থিতিতে দক্ষিণ কোরিয়ায় রিসার্চ সেন্টার স্থাপন এবং দেশটির খ্যাতনামা ডিজাইন হাউজের সঙ্গে ওয়ালটনের চুক্তি।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দক্ষিণ কোরিয়ায় চালু হলো ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন (গবেষণা ও উদ্ভাবন) সেন্টার। এ উদ্দেশ্যে দেশটির খ্যাতনামা একটি ডিজাইন হাউজের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। চুক্তি অনুযায়ী ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের মান ও ডিজাইনে যুগান্তকারী পরিবর্তন আনতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

দক্ষিণ কোরিয়ায় রিসার্চ সেন্টার স্থাপনের মাধ্যমে বাংলাদেশে তৈরি আন্তর্জাতিকমানের পণ্য দিয়ে বিশ্বজয়ের অগ্রযাত্রায় আরো একধাপ এগিয়ে গেলো ওয়ালটন।
সংশ্লিষ্টদের মতে, ওয়ালটনের এই উদ্যোগের ফলে পণ্যের মান ও ডিজাইনে আমূল পরিবর্তন আসবে। এতে করে উৎপাদন ব্যয় বাড়লেও, বাংলাদেশের ক্রেতারা প্রকৃত অর্থেই পাবেন আন্তর্জাতিক মান ও ডিজাইনের পণ্য ব্যবহারের অভিজ্ঞতা। সেই সঙ্গে গ্লোবাল মার্কেটে ওয়ালটন পণ্য আরো বেশি গ্রাহকপ্রিয় হবে।

জানা গেছে, বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। তাঁর উপস্থিতিতে গত ২ জুন, ২০২২ (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই চুক্তি সম্পন্ন হয়। তবে চুক্তির শর্ত মেনে কোরিয় ডিজাইন হাউজটির নাম প্রকাশ করেনি কোনো পক্ষই।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস ডিভিশনের কোরিয়া অপারেশনের ভাইস প্রেসিডেন্ট আজমল ফেরদৌস বাপ্পির তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব সাপ্লাই চেইন মোহসিন সরদার, হেড অব সোর্সিং (রেফ্রিজারেটর) আমিনুল ইসলাম, রেফ্রিজারেটরের হেড অব আরঅ্যান্ডআই তোফায়েল আহমেদ এবং হেড অব ইলেক্ট্রনিক্স আরঅ্যান্ডআই আব্দুল মালেক শিকদার।

উল্লেখ্য, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের ক্রেতাদের সর্বাধুনিক ডিজাইনের আন্তর্জাতিকমানের পণ্য দিতে এবং গ্লোবাল মার্কেট জয়ের লক্ষ্যে একের পর এক বড় উদ্যোগ নিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি সম্প্রতি অর্ধশতাধিক বছরের ঐতিহ্যবাহী ইউরোপীয় তিনটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড এবং এর প্রোডাকশন প্ল্যান্ট, ৫৭টি দেশে ট্রেডমার্ক, প্যাটেন্ট, ডিজাইন এবং সফটওয়্যার লাইসেন্সসহ স্বত্ব লাভ করে। এবার দক্ষিণ কোরিয়ায় গবেষণা ও উদ্ভাবন সেন্টার স্থাপন করলো; ওয়ালটনের সঙ্গে যুক্ত হলো দেশটির একটি স্বনামধন্য ডিজাইন হাউজ। ওয়ালটনের এসব উদ্যোগ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা লাভে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়ার যে টার্গেট ওয়ালটন নিয়েছে, তা অর্জনের পথ সুগম করবে।

এ প্রসঙ্গে ওয়ালটনের এমডি ও সিইও গোলাম মুর্শেদ বলেন, দক্ষিণ কোরিয়া নিঃসন্দেহে বর্তমান বিশ্বের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের অন্যতম কেন্দ্র। দেশটিতে রিসার্চ সেন্টার স্থাপন এবং খ্যাতনামা একটি ডিজাইন হাউজের সঙ্গে যৌথভাবে কাজের উদ্যোগ বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের জন্য একটি জায়ান্ট স্টেপ। এতে ওয়ালটনের সক্ষমতার সঙ্গে দক্ষিণ কোরিয়ার এক্সপার্টাইজ মিলিয়ে ক্রেতারা আন্তর্জাতিক মানের ইনোভেটিভ ডিজাইনের পণ্য পাবেন।

তিনি আরো বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। সেই সঙ্গে বদলে যাচ্ছে মানুষের চাহিদা ও রুচির ধরন। তাই আধুনিক বিশ্বের নতুন প্রজন্মের প্রয়োজনীয়তা বিবেচনায় উদ্ভাবনী ডিজাইনের পণ্য দিতে আমাদের এ প্রয়াস। এর ফলে গতানুগতিকতা থেকে বেড়িয়ে এসে গ্রাহকরা ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যে আধুনিকতা ও উদ্ভাবনী ডিজাইনের নতুন এক সংমিশ্রণ পাবেন। যা তাদের দৈনন্দিন জীবনকে করবে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

খাত সংশ্লিষ্টদের মতে, কোভিড পরবর্তী সময়ে ভূ-রাজনৈতিক সংকটের মাঝে বিশ্ব এখন অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে দারুণভাবে চলছে বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের বিশ্বজয়ের অগ্রযাত্রা। যা বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য শিল্পখাতে নতুন দিগন্তের উন্মোচন করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ অবদান।

স্টকমার্কেটবিডি.কম/