চলতি সপ্তাহে সুচক বৃদ্ধির ধারা অব্যহত রয়েছে আমেরিকার শেয়ারবাজারে। গত সপ্তাহে বাজার কিছুটা খারাপ থাকলেও সোমবার থেকে বাড়তে থাকে সুচক। তবে মঙ্গলবার অনন্য এক রেকর্ড গড়ে প্রথমবারের মতো সুচক ১৮ হাজারের মাইল ফলক স্পর্শ করেছে ।মার্কিন শেয়ার বাজারের ইতিহাসে যা সর্বকালের সবচেয়ে বড় রেকর্ড বলে রয়টার্স সুত্রে জানা যায়।
ইতোঃপূর্বে বাজার কখনোই ১৭ হাজারের গন্ডি অতিক্রম করতে পারেনি। গতকাল Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ৬৪.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,০২৪.১৭ পয়েন্টে।
মুলত জ্বালানি খাতে স্থিতিশীলতা ফেরায় এবং মাসের তৃতীয় প্রান্তিকে জাতীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার ফলেই সুচকের এই বৃদ্ধি ঘটেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে