খান ব্রাদার্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Khan_Br_PP_Bagস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে টাকা উত্তোলন করা কোম্পানিটি ২০১৩-১৪ অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া যায়।

শেষ অর্থবছরে কোম্পানিটিতে নীট মুনাফা ৭ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৭১ টাকা হয়েছে। এ ছাড়া শেয়ারপ্রতি সম্পদ হয়েছে (এনএভিপিএস) ১৫.৮৫ টাকা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ২৯ ডিসেম্বর দুপুর ২টায় আইডিইবি ভবনে বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। আর শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ৮ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ‘এন’ ক্যাটাগরিতে মঙ্গলবার থেকে লেনদেন শুরু হবে খান ব্রাদার্সের শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *