গত সপ্তাহে দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের মূল্য সূচক। এসপ্তাহে ডিএসইতে লেনদেনের ২২.৭৯ শতাংশ পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৭৬ কোটি ৯৭ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮১৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টি কোম্পানির। আর দর কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।
সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ দশমিক ৩০ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ২ দশমিক ১৭ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ২ দশমিক ৭২ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৮১ শতাংশ।
ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৫৬ শতাংশ বা ২৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে গত ২৭ আগষ্ট অবস্থান করছে ৪৮৪০ পয়েন্টে।
স্টকমার্কেটবিডি.কম/এম