স্টকমার্কেটবিডি ডেস্ক :
দেশের অর্থনীতির শ্বেতপত্র আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর আগে আগামী রবিবার তা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে।
আজ বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলতনায়তনে কারেন্ট ইকনোমিক সিচুয়েশন অ্যান্ড লঞ্চিং অব ওপেন বাজেট সার্ভে রেজাল্ট শীর্ষক এক ডায়ালগে এ কথা জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এ সংক্রান্ত (শ্বেতপত্র প্রণয়ন) যে কমিটি সরকার করে দিয়েছে, সে কমিটিকে তিম মাসের দেওয়া হয়েছিল। আমাদের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মিলিয়ন ডেটা আমরা পেয়েছি। এডিটিং চলছে। আশা করি, আমরা আগামী রবিবার সেটা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করব।’
তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের মধ্য দিয়ে অর্থনীতিতে পরিবর্তন আনার অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে।’
‘দুর্নীতির মাধ্যমে সম্পদের যে পাহাড় গড়ে তোলা হয়েছে, সেই সম্পদ যদি জনগণের হাতে ফিরিয়ে দিতে না পারি তবে সেটা কীসের বিপ্লব,’- বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।
স্টকমার্কেটবিডি.কম////