বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনার তাণ্ডব বাড়তে থাকলে গত বছর বাড়তে থাকে স্বর্ণের বিনিয়োগ। মন্দা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই স্বর্ণের দাম বাড়ার রেকর্ড ভাঙে কয়েক দফা। এ বছরের শুরুতেও দাম বাড়ার আভাস মিলছে স্বর্ণের বাজারদরের প্রতিমুহূর্তের হাল-নাগাদ তথ্য তুলে ধরা সংস্থা গ্লোডপ্রাইসের তথ্যে। এখন বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ফলে বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম এই স্বর্ণের দাম বাড়ছে।

গ্লোডপ্রাইসের তথ্য অনুযায়ী, ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও গত ১ জানুয়ারি কোনো উত্থান হয়নি স্বর্ণের বাজারের। তবে, এরপর দুদিন বন্ধের পর আবার লেনদেন শুরু হয় আজ।
আজ লেনদেনের চিত্রে দেখা যাচ্ছে, আগের দিনের সর্বশেষ দামের তুলনায় প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৩০.০৭ ডলার। আর ১ আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ ডলার (বাংলাদেশ সময় দুপুর)।

গত ৩ জানুয়ারি পর্যন্ত ১ মাসের ব্যবধানে ১ আউন্স স্বর্ণের দাম গড়ে বেড়েছে ২৯.১৭ ডলার। আর ৬ মাসের ব্যবধানে বাড়ে ১০৭.৫৩ ডলার। ১ বছরে এই বেড়েছে ৩৬৯.১৬ ডলার।

এখন আন্তর্জাতিক বাজারে রূপার দামও ঊর্ধ্বমুখী। একদিনের ব্যবধানে রূপার দাম বেড়েছে প্রায় ১ ডলার (দশমিক আট তিন)। প্রতি আউন্স রূপা হাতবদল হচ্ছে ২৭.১৪ ডলারে। প্রতি আউন্স রূপার দাম ১ মাসে বেড়েছে প্রায় ২ (১.৭৫) ডলার। ৬ মাসের ব্যবধানে ৮ ডলার আর ১ বছরে ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে ৮.২৪ ডলার।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *