ভারতীয় শেয়ার বাজারে লেনদেনে রেকর্ড

indiaস্টকমার্কেট ডেস্ক :

ব্যাংক অব জাপানের নেওয়া আর্থিক প্রণোদনার প্রভাবে ডলারের মুল্য বৃদ্ধি পাওয়ায় বিশ্বের অন্যান্য শেয়ার বাজারের মতো ভারতীর শেয়ার বাজারও চাঙ্গা হয়ে উঠেছে । টানা দ্বিতীয় দিনের মতো সেখানে রেকর্ড লেনদেন হয়েছে যা আগের চেয়ে প্রায় ৩% বেশি ।

গতকাল রবিবার BSE index ২% বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২৭,৮৯৪.৩২ পয়েন্ট । যা ভারতীয় বাজারে এযাবত কালে সবচেয়ে বড় সুচক বৃদ্ধি ।
অন্যদিকে NSE index ১.৯৮% বেড়ে দাড়িয়েছে ৮৩৩০.৭৫ পয়েন্ট ।

লেনদেন হওয়া শীর্ষ প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে HDFC Bank , State Bank of India, Reliance
Industries এবং Infosys Ltd. তবে অলংকার নির্মাতা প্রতিষ্ঠান Titan এর শেয়ারের দরপতন ঘটেছে ।

সুত্ত্র- রয়টার্স ।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *