আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯.৫২ শতাংশ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগস্টে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ হিসাব করেছে।

আজ মঙ্গলবার একনেক সভা শেষে হালনাগাদ মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

‘সার্বিক পরিস্থিতির কারণে দেশে মূল্যস্ফীতি বাড়ছে’ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়ে গিয়েছে। তবে এখন মূল্যস্ফীতি কমতির দিকে। সামনে তা আরো কমবে।

আগস্টে মূল্যস্ফীতি ১১ বছর ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেলেও সেপ্টেম্বরে তা কিছুটা কমেছে বলেও জানান তিনি।

প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এম এ মান্নান বলেন, গত মাস শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১০ শতাংশ। এ নিয়ে পরপর দুই মাস মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। জুলাইয়ে দেশে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *