ইলিশের দাম কমাতে না পারায় মৎস্য উপদেষ্টার দুঃখ প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাজারে ইলিশের চড়া দাম এবং তা কমানোর বিষয়ে সুখবর দিতে না পারায় দুঃখ প্রকাশ করছি।

সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ এবং সারা দেশে ইলিশের প্রাপ্যতা, মূল্য ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মৎস্য উপদেষ্টা জানান, বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ১২.৫০ ডলার।

২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী ডলারের ক্রয়মূল্য ছিল ১২১.৭২ টাকা। এই হিসাবে ৬১ হাজার ৪৩৮ কেজি ইলিশের বাজারমূল্য দাঁড়াচ্ছে ১৯ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা। অন্যদিকে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২২.২৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা।

পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে বাজারমূল্য বেশি হলেও রপ্তানিমূল্যের তুলনায় কম থাকায় রপ্তানিকারকরা যথাযথ লাভ করতে পারছেন না।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *