কারামুক্ত ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার বিকেল পৌনে ৬টার দিকে তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ঢাকার ধানমণ্ডি থানার একটি মামলায় গত বছরের ২১ সেপ্টেম্বর থেকে শামীমা নাসরিন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন হয়। এসংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার সন্ধ্যায় কারাগারে এলে যাচাই-বাছাই শেষে গতকাল তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে স্বামী ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলসহ গ্রেপ্তার হন শামীমা।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *