স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামে দুই জোড়া নতুন ট্রেন চলবে।
সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট কার্যালয় থেকে এসিওপিএস কামাল আখতার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকার যাত্রী এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুই জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে। ট্রেন দুটি হলো ৮২১/৮২৪ (সৈকত এক্সপ্রেস) ও ৮২২/৮২৩ (প্রবাল এক্সপ্রেস)। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা যায়, নতুন দুটি ট্রেন আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল শুরু করবে।
স্টকমার্কেটবিডি.কম///