বিজিএমইএতে পূর্ণ প্যানেলে সম্মিলিত পরিষদ জয়ী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৪-২৬ সাল মেয়াদি নেতৃত্ব নির্বাচনে সম্মিলিত পরিষদ ৩৫টি সদস্যপদের সবকটিতে জয়ী হয়েছে। গতকাল ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে মোট ২ হাজার ৪৯৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ২২৬ জন, যা শতকরা হিসাবে ৮৯ দশমিক ১২। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৩৯ জন, যা ৯০ দশমিক ৫০ শতাংশ। আর চট্টগ্রামে ৪৬৪ ভোটের মধ্যে ৩৮৭ জন ভোট দিয়েছেন, যা ৮৩ দশমিক ৪০ শতাংশ।

গতকাল সকাল ১০টা থেকে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন সেহা ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান এবং বিজিএমইএর বতর্মান সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচি। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর ফোরামের নেতৃত্ব দেন সুরমা গার্মেন্টসের পরিচালক ফয়সাল সামাদ। তিনি বর্তমান কমিটির পরিচালক। এর আগে একবার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

দ্বিবার্ষিক এ নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে লড়েন ৭০ প্রার্থী। এর মধ্যে ঢাকা থেকে নির্বাচিত হন ২৬ এবং চট্টগ্রাম থেকে ৯ জন। ঢাকা থেকে নির্বাচিতরা হলেন শহীদুল আজম, এসএম মান্নান (কচি), আসিফ আশরাফ, আব্দুল্লাহ হিল রাকিব, মো. ইমরানুর রহমান, আরশাদ জামাল (দীপু), মিরান আলি, শোভন ইসলাম, হারুন অর রশিদ, মোহাম্মদ সোহেল সাদাত, মো. আশিকুর রহমান (তুহিন), আনোয়ার হোসাইন (মানিক), শামস মাহমুদ, মেসবাহ উদ্দিন খান, খন্দকার রাফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, রাজিব চৌধুরী, আবরার হোসাইন সায়েম, মো. শাহাদাত হোসেন, মো. জাকির হোসাইন, নুসরাত বারি আশা, মো. মহিউদ্দিন রুবেল, শেহরিন সালাম ওইশি, মো. নুরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিক সাগর, মো. রাসেল আলম (মিরু)। চট্টগ্রাম থেকে নির্বাচিত ৯ জন হচ্ছেন রাকিবুল আলম চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা, আমজাদ হোসাইন চৌধুরী, এম আহসানুল হক, মোস্তাফা সরওয়ার রিয়াদ, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজি মো. শহিদ উল্লাহ, মো. আবসার হোসাইন।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *