ভিসা কার্ডধারীদের জন্য আকর্ষণীয় রিওয়ার্ড ও অফার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই: ভি) বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডধারীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সকল ভিসা কার্ডধারীরা আকর্ষণীয় অফার উপভোগ করার সুযোগ পাবেন।

রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের আনন্দ আরও বাড়িয়ে তুলতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ৩১ মে পর্যন্ত চলবে। ক্যাম্পেইনটিতে ভিসা কার্ডধারীরা অ্যাক্টিভেট অ্যান্ড উইন, ট্যাপ অ্যান্ড উইন ও স্পেন্ড অ্যান্ড উইন-এই তিনটি ভিন্ন অফারের সুবিধা উপভোগ করতে পারবেন।

‘অ্যাক্টিভেট অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহকদের কমপক্ষে ৫০০ টাকার একটি লেনদেন করতে হবে। এর মাধ্যমে ১৫০ টাকার ফুডপান্ডা ভাউচার জেতার সুযোগ রয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে এ বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে যারা কোনো লেনদেন করেননি, তারাই এই অফারের জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারটি পেতে ভিসা কার্ডধারীদের কমপক্ষে ১৫টি ‘ট্যাপ অ্যান্ড পে’ লেনদেন (প্রতিটি লেনদেন ৫০০ টাকা বা তার বেশি) সম্পন্ন করতে হবে। সফলভাবে এই শর্ত পূরণ করলে ৫০০ টাকার ফুডপান্ডা ভাউচার পাওয়া যাবে।

‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহকদের ক্যাম্পেইনের সময় যত বেশি সম্ভব লেনদেন করতে হবে। সেখান থেকে শীর্ষ ১০০ খরচকারী পাবেন ১৫ হাজার টাকার ফুডপান্ডা ভাউচার।

ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড ভিসা কার্ডহোল্ডাররা দেশে বা বিদেশে যেখানেই থাকুক না কেন, বাংলাদেশ থেকে ইস্যু হওয়া সকল ভিসা কার্ড এই অফারটির জন্য প্রযোজ্য হবেন। ‘অ্যাক্টিভেট অ্যান্ড উইন’ ও ‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারের ভাউচার সর্বশেষ লেনদেনের ২০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে। ‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফার বিজয়ীদের ক্যাম্পেইন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে ভাউচার ব্যবহার করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *