- ইউনাইটেড পাওয়ার
- লাফার্জ সুরমা সিমেন্ট
- এসিআই
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
- শাহাজিবাজার পাওয়ার
- ইউনাইটেড এয়ার
- বিএসআরএম লিঃ
- স্কয়ার ফার্মা
- আরএসআরএম স্টীল
- ইফাদ অটোস লিঃ।
Month: October 2025
ডিএসইতে প্রথম কার্যদিবসে নিম্নমুখী লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী লেনদেন হয়েছে। এদিন লেনদেন ও সূচকের পতন হয়েছে। আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ২০.০৯ পয়েন্ট কমে ৪৮৪৪.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে ৯.৫১ পয়েন্ট কমে ৪৮৬৪.৪৫ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১২ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৬৯ টির, আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৩ কোটি ৪৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার এই স্টক এক্সচেঞ্জে ৬৮৮ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।
লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, শাহাজিবাজার পাওয়ার লিঃ, ইউনাইটেড এয়ার, বিএসআরএম লিঃ, স্কয়ার ফার্মা, আরএসআরএম স্টীল, ইফাদ অটোস লিঃ।
স্টকমার্কেটবিডি.কম/এম/এফ
বিডি ওয়েল্ডিংয়ের দর বাড়ার কারণ নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
ডিএসই সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ২০ টাকা। যা গত ৬ আগষ্ট দর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকার উপরে। এসময় তিন দিবস শেয়ারটির দর কমলেও বাকিদিনগুলোতে বেড়েছে।
ডিএসই কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কােনো কারণ আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় বিডি ওয়েল্ডিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি
জেমিনি ফুডের মূল্য সংবেদনশীল তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের জেমিনি সী ফুড লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।
ডিএসই সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ২৭০ টাকার কাছাকাছি ছিল। গত ৬ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৪০০ টাকার উপরে। এসময় প্রতিদিন টানা শেয়ারটির দর বেড়েছে।
কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় জেমিনি সী ফুডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি
জিপিএইচ ইস্পাতের প্রিমিয়াম কমিয়ে ৪ টাকা
পূর্ব-নির্ধারিত শেয়ারের প্রিমিয়াম কমিয়ে ৪ টাকা করেছে রাইট অনুমোদন পাওয়া কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড। এছাড়া শেয়ারের অনুপাতও ১:১ এর পরিবর্তে ৩:২ করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি বিদ্যমান ১ টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। এ প্রস্তাবে পরিবর্তন এনে ২টি বিদ্যমান শেয়ারের ৩টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়িয়ে ২৫০ কোটি থেকে ১০০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়েছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ আগস্ট।
রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে। কোম্পানিটি বর্তমানে বছরে ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন বার ও ১ লাখ ২০ হাজার টন রড উৎপাদন করে। সম্প্রসারণের পর বার উৎপাদনের ক্ষমতা ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন বার থেকে বেড়ে ৮ লাখ ৪০ হাজার টন হবে এবং রড উৎপাদন ক্ষমতা ১ লাখ ২০ হাজার টন থেকে বেড়ে ৬ লাখ ৪০ হাজার টন হবে।
আসন্ন এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেওয়া হবে। বিএসইসির অনুমোদনের পরই কেবল রাইট শেয়ার ইস্যু করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এম/এফ
ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের এক উদ্দোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
তাজরিনা শিকদার নামে এই পরিচালক ৩০ কার্যদিবসের মধ্যে তার ৫ লাখ শেযার বিক্রয় করবেন।
পরিচালকের কাছে প্রতিষ্ঠানটির মোট ১০ লাখ ৬৮ হাজার ৭৪৪ টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এই ৫ লাখ শেয়ার বিক্রি করবেন। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এম/এফ
গ্রামীণের দুই মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা
স্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণের দুই মিউচুয়াল ফান্ড আগামী ১৬ আগষ্ট ট্রাস্টি সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রামীণ ১ম মিউচুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা ১৬ আগষ্ট রবিবার বিকেল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৪-২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রামীণ ২য় মিউচুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা একই দিনের একই সময়ে অনুষ্ঠিত হবে। এ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
স্টকমার্কেটবিডি.কম/এফ
কারণ ছাড়াই বাড়ছে রেনকিউজারের দর
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনকিউজার বাংলাদেশ লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৯ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ২৪৩ টাকা। গত ৬ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৯২ টাকা। এসময় শেয়ারটির দর প্রতিদিন টানা বৃদ্ধি পায়।
কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। গত ৬ আগষ্ট দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় রেনকিউজারের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি
দুই মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আহ্বান
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের মিউচুয়াল ফান্ড নিজেদের ট্রাস্টি সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রাষ্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা ১৩ আগষ্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইষ্টার্ণ ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা একই দিনের একই সময়ে অনুষ্ঠিত হবে। এ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
স্টকমার্কেটবিডি.কম/এফ
এপেক্স ট্যানারীর বোর্ড সভা ১৬ আগষ্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এপেক্স ট্যানারী আগামী ১৬ আগষ্ট রবিবার বেলা সাড়ে ৪ টায় বোর্ড সভা আহ্বান করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বোর্ড সভায় ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এপেক্স ট্যানারী লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
স্টকমার্কেটবিডি.কম/এফ