উত্তরা ফাইন্যান্সের বোনাস শেয়ার বিও হিসাবে

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। বুধবার সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৫৫ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৪৩ টাকা ২১ পয়সা ও শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ ১৮ টাকা ৯৩ পয়সা।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ৯০ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ১৩ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৪২ পয়সা।

চলতি বছরের এপ্রিল-জুন সময়ে মুনাফা হয়েছে সাত কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস ৪৯ পয়সা। তবে আগের হিসাব বছরের এই তিন মাসে মুনাফা হয় সাত কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস ৫০ পয়সা।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ইসলামী ব্যাংক
  3. লাফার্জ সুরমা সিমেন্ট
  4. ইউনাইটেড এয়ার
  5. বেঙ্গল উইন্ডসার
  6. স্কয়ার ফার্মা
  7. বেক্স-ফার্মা
  8. বেক্সিমকো লি.
  9. ওরিয়ন ফর্মূলেশন
  10. ডেল্টা লাইফ।

ডিএসইতে লেনদেন ও সূচক পতন

low indexনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচকের পতন হয়েছে। এদিন আগের দিনের চেয়ে ২১৪ কোটি টাকা লেনদেন কমেছে। এদিন ডিএসইতে লেনদেনের সাথে কমেছে সব ধরণের মূল্য সূচক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৯.৫১ পয়েন্ট কমে ৪৮৬৪.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন বুধবার ডিএসইতে ২.১৪ পয়েন্ট বেড়ে ৪৮৭৩.৯৬ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৩৪ টির, আর অপরিবর্তিত ছিল ৪৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৮ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল বুধবার দিন এই স্টক এক্সচেঞ্জে ৯০২ কোটি ৩৭ লাখ টাকা টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট,ইউনাইটেড এয়ার, বেঙ্গল উইন্ডসার, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লি., ওরিয়ন ফর্মূলেশন ও ডেল্টা লাইফ।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

এনসিসি ব্যাংকের উদ্দোক্তার আবারো শেয়ার বিক্রি

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্দোক্তা আসলাম উল করিম আবারো নিজ হাতের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পরিচালক ৩০ কার্যদিবসের মধ্যে ২ লাখ শেযার বিক্রয় করবেন।

আসলাম উল করিমের কাছে ব্যাংকের মোট ১৩ লাখ ৭৯ হাজার ৪১১টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এ ২ লাখ শেয়ার বিক্রি করবেন। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।
গত ২৬ জুলাই আসলাম উল করিম আরো ২ লাখ শেয়ার বিক্রির ঘোষনা দেন। সে সময় তার কাছে ব্যাংকের মোট ১৫ লাখ ৭৯ হাজার ৪১১টি শেয়ার ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে আড়াই ঘন্টায় ৪১৪ কোটি টাকা লেনদেন

dse1নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন সূচকের নিম্নমুখী ধারায় চলছে। এদিন ডিএসইতে লেনদেনের আড়াই ঘণ্টায় ৪১৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির। আর দর কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৫ পয়েন্টে।

দুপুর ১.০০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার ও ইসলামী ব্যাংক।

অর্থসূচক/এআরএস/মিশুক

পিপলস লিজিংয়ের ৫ পরিচালককে অপসারণ করলো কেন্দ্রীয় ব্যাংক

peoples - Copyনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ‘পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিস লিমিটেড’ এর পাঁচ পরিচালককে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ভুয়া কাগজপত্রের মাধ্যমে সাড়ে পাঁচ শ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিষ্ঠানটির অব্যাহতিপ্রাপ্ত পরিচালকরা হলেন – আরেফিন সামসুল আলামিন, মতিউর রহমান, খবির উদ্দিন মিয়া, নার্গিস আলামিন ও হুমায়রা আলামিন।

গত ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মাহাবুবা খাতুন স্বাক্ষরিত চিঠিতে পিপলস লিজিংয়ের বর্তমান ও সাবেক এই পাঁচ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরো জানা যায়, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিস লিমিটেডের সাবেক ও বর্তমান পাঁচ পরিচালক বোর্ডের অনুমোদন ছাড়াই কৌশলে সাড়ে পাঁচ শ কোটি টাকা তুলে নেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে টাকা আদায় ও সমন্বয়ের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, ৩০ জুনের মধ্যে পরিচালকরা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিপলস লিজিংয়ে বিশেষ পরিদর্শনের পর বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়। কিন্তু বরখাস্ত হওয়া ওই পাঁচ পরিচালক কয়েকবার সময় বাড়িয়ে নিয়েও ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংক শেষ পর্যন্ত তাঁদের অব্যাহতি দেয়।

সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও সদ্য অব্যাহতি পাওয়া পরিচালক মতিউর রহমান লিজিং কোম্পানি থেকে অনিয়মের মাধ্যমে ১১৬ কোটি টাকা নিয়েছেন। একইভাবে খবিরউদ্দিন মিয়া নিয়েছেন ১০৭ কোটি ২৯ লাখ টাকা। আর নার্গিস আলামীন নিয়েছেন ২৯৮ কোটি টাকা। এভাবে পাঁচ পরিচালক বড় অঙ্কের টাকা হাতিয়ে নেন। ঋণ পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েক দফা সময় বাড়ালেও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঋণ পরিশোধ না করে এ নিয়ে টালবাহানা করতে থাকেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অনিয়মের অভিযোগে পাঁচ পরিচালককে বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দিয়েছে। তাই বলে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের এ নিয়ে আতঙ্কের কারণ নেই। যারা ঋণ নিয়েছে তারা চেষ্টা করছে ঋণ পরিশোধ করার।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/বি

কারণ ছাড়াই আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর বৃদ্ধি

Anwar-Galva-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে যে, কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধির কোনো কারণ নেই।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ৪১ টাকা। গতকাল ৫ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৪৭.৬০ টাকাযর উপরে। এসময় ৩ কার্য দিবস শেয়ারটির দর কমলেও বাকি দিন দর বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় আনোয়ার গ্যালভানাইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

কাসেম ড্রাইসেলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

qasem 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ড্রাইসেল লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ৫৬.৫০ টাকা। গতকাল ৫ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকাযর উপরে। এসময় ২ কার্য দিবস শেয়ারটির দর কমলেও বাকি দিন দর বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় কাসেম ড্রাইসেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ইউনাইটেড এয়ারের ইজিএম আজ

united airস্টকমার্কেট ডেস্ক :

অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে আজ ইউনাইটেড এয়ারওয়েজের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

আজ ৬ আগষ্ট সকাল ১০টায় রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে ৯/বি ঠিকানায় ইজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি তাদের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে দেড় হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি ৬২ কোটি ৪৮ লাখ আট হাজার ৮০০ সাধারণ শেয়ার প্রতিটি ১০ টাকায় ছেড়ে শেয়ারবাজার থেকে ৬২৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা সংগ্রহ করবে।

অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য কোম্পানিটির সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারায় সংশোধন আনবে। অনুষ্ঠিতব্য ইজিএমে এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

গ্লোবাল হেভির নগদ লভ্যাংশ বিতরণ

Global-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের ওয়ারেন্ট (চেক) বিনিয়োগকারীদের বিতরণ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে ৮ আগস্ট শনিবার পর্যন্ত বিনিয়োগকারীদের কোম্পানির রেজিস্টার্ড অফিস ৩৭, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ থেকে লভ্যাংশের চেক সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।

২০১৪ হিসাব বছরে গ্লোবাল হেভি কেমিক্যালস শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি