ডিএসইতে পিই রেশিও কমে ১৪.৩২ পয়েন্ট

PEনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ৩৭ শতাংশ কমে ১৪ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবস লেনদেনের মধ্যে দুদিন সামান্য ঊর্ধ্বমুখী হলেও বাকি তিনদিন দরপতন হয়েছে। আর বাজার নেতিবাচক থাকায় সব ধরণের মূল্য সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে হ্রাস পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। এতে পিই রেশিও কমে গেছে।

সূত্র মতে, বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৩২ পয়েন্টে। আগের সপ্তাহে যার অবস্থান ছিল ১৪ দশমিক ৩৭ পয়েন্ট। সে হিসেবে আলোচিত সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ।

খাতভিত্তিক পিই অবস্থান, সপ্তাহশেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৭৫ পয়েন্টে, সিমেন্ট খাতের ২২ দশমিক ৭৫ পয়েন্টে, সিরামিক খাতের ২০ দশমিক ৫৬ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৩ দশমিক ৬২ পয়েন্টে, আর্থিক খাতে ১৯ দশমিক ৯০ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ দশমিক ৬৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৪ দশমিক ৫৮ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২৮ পয়েন্টে, পাট খাতের ১৮৪ দশমিক ৬১ পয়েন্টে, বিবিধ খাতের ২২ দশমিক ৪২ পয়েন্টে, কাগজ ও মুদ্রণ খাতের দশমিক ১৭৫ দশমিক ২৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০ দশমিক ৯৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৯ দশমিক ৭৫ পয়েন্টে, চামড়া খাতের ৩০ দশমিক ৮৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৫ দশমিক ৮০ পয়েন্টে, বস্ত্র খাতের ১১ দশমিক ৩২ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই রেশিও অবস্থান করছে ১৭ দশমিক ৬৭ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সপ্তাহের ব্যবধানে ১১শ’ কোটি টাকার মূলধন উধাও

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৮২৯ কোটি টাকা আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২৯৪ কোটি টাকা। সব মিলিয়ে ১১শ’ কোটি টাকার বেশি মূলধন বাজার থেকে চলে গেছে দুই স্টক এক্সচেঞ্জে। ডিএসই ও সিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কার্যদিবস রোববার (১৯ জুন) লেনদেনের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ১২ হাজার ৪২৩ কোটি ৬১ লাখ টাকায় এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (২৩ জুন) লেনদেন শেষে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ৫৯৩ কোটি ৬৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৮২৯ কোটি ৯৭ লাখ টাকা বা শূন্য দশমিক ২৭ শতাংশ।

গত সপ্তাহে টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৬১৮ কোটি ৯৮ লাখ টাকা। যা এর আগের সপ্তাহের চেয়ে ৩৫২ কোটি ৮৭ লাখ টাকা বা ১৭ দশমিক ৯০ শতাংশ কম। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৭১ কোটি ৮৫ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। গড়ে প্রতিদিন টার্নওভার দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৭৯ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ৩৯৪ কোটি ৩৭ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ১৩ পয়েন্ট কমে চার হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৭৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৪ কমে ১ হাজার ৭১৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহের ব্যবধানে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ৩৭ শতাংশ কমে ১৪ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএএসপিআই সূচক কমেছে দশমিক ৫১ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে দশমিক ৫৫ শতাংশ, সার্বিক সূচক সিএসসিএক্স কমেছে দশমিক ৫২ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে দশমিক ৫৬ শতাংশ এবং শরীয়াহ সিএসআই সূচক কমেছে দশমিক ১৯ শতাংশ।

সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১০২ কোটি ৯৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্রিটিশ টোবাকোর ৭০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি

batbcনিজস্ব প্রতিবেদক :

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির (বিএটিসি) পরিচালনা পর্ষদে সরকারের সচিব পর্যায়ের একাধিক প্রতিনিধি থাকার পরেও ৭০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এই কোম্পানিতে সরকারের মালিকানা থাকা উচিত নয়।

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন। সরকারি দলের এ সাংসদ বলেন, স্তরভিত্তিক কর বিন্যাসের সুযোগ নিয়ে কিছু কিছু কোম্পানি রাজস্ব ফাঁকি দেয়। এ রকম একটা ঘটনা এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) উদ্ঘাটন করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিসি) কোম্পানিকে চিঠি দেয়। তারা প্রায় ৭০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। বিএটি বিষয়টি নিয়ে আদালতে গেলেও সেখানে রাজস্ব ফাঁকির টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, এই কোম্পানিতে বাংলাদেশ সরকারের ১৩ ভাগ শেয়ার রয়েছে। পরিচালনা পর্ষদে সরকারের চারজন সচিব
পর্যায়ের পরিচালক আছে। তাঁরা আবার নিরীক্ষাও করেন। এরপরও তারা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এটা আমাদের জন্য লজ্জাজনক।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের যেসব পরিচালক আছে, তাদের সেখান থেকে সরে যাওয়া উচিত। অন্যথায় পুরো বিষয়ের সঙ্গে আমাদের জড়িয়ে ফেলা হবে।’

উল্লেখ্য, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিচালনা পর্ষদে সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, শিল্পসচিব, কৃষিসচিব, শ্রম ও
কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং এই কোম্পানির সরকারনিযুক্ত স্বতন্ত্র পরিচালক হিসেবে নিরীক্ষা কমিটির সদস্য পদে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক
মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন

dseস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১ কোটি ৯ লাখ ১৫ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৪০ কোটি ৪১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ ব্যাংকটি মোট ৮৫ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ২২ কোটি ৪৪ লাখ টাকা।

মালেক স্পিনিং ১৯ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন কোম্পানিটি ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইবনে সিনা ২ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন কোম্পানিটি ৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া বেক্সিমকো ফার্মা ২ লাখ ও রেনেটা ৬৫ হাজার শেয়ার লেনদেন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আইসিবি মি.ফান্ডের আর্থিক প্রতিবেদন অনুমোদন

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক ও মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডটির ট্রাস্টি কমিটি আইসিবি জানিয়েছে, এই প্রতিবেদনের ভিত্তিতে গত ৯ মাসে (জুলাই,১৫-এপ্রিল, ১৬) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটি আয় করেছিল ১৩ টাকা ৯৩ পয়সা।

আলোচিত সময়ে ফান্ডটির সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় এনএভি ছিল ৩৪ টাকা ৮৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পূবালী ব্যাংক পরিচালকের শেয়ার গ্রহণ

pubaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের একজন পরিচালক অন্যের হাতে থাকা শেয়ার গ্রহণ করার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, পরিচালক মিসেস রুনা লায়লা হাফিজ নামের এ পরিচালক তার বাবা হাফিজ আহমেদ মগুমদারের নিকট হতে শেয়ার গ্রহণ করবেন।

তার বাবা নিকট হতে তিনি মোট ৯৯ লাখ ২৮ হাজার ১৯২ টি শেয়ার শেয়ার গ্রহণ করবেন।

ডিএসই জানায়, তারা ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে উপহার স্বরুপ এই হাতবদল প্রক্রিয়া সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. অলিম্পিক এক্সেসরিজ
  2. একমি ল্যাব.
  3. ন্যাশনাল ফিডস
  4. তসরিফা ইন্ডাস্ট্রিজ
  5. অরিয়ন ফিউশন
  6. ড্রাগন সোয়েটার
  7. ইবনে সিনা
  8. স্কয়ার ফার্মা
  9. আমান ফিড
  10. লংকা বাংলা ফাইন্যান্স।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বৃদ্ধি

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ডিএসইতে ৩১১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন বুধবার ছিল ৩২৯ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে দিনের লেনদেন আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ১১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক এক্সেসরিজ, একমি ল্যাব., ন্যাশনাল ফিডস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, অরিয়ন ফিউশন, ড্রাগন সোয়েটার, ইবনে সিনা, স্কয়ার ফার্মা, আমান ফিড ও লংকা বাংলা ফাইন্যান্স।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার সেখানে ১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

এসিআইয়ের ইয়ামাহা মটরসের যাত্রা শুরু

indexনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে প্রথমবারের মতো ইয়ামাহা মোটরসাইকেলের ব্যবসা শুরু করেছে এসিআই মটরস। প্রতিষ্ঠানটি আগামী আগস্ট থেকে দেশের বাজারে ১০০ থেকে ১৫০ সিসি মোটরসাইকেলের ব্যবসা শুরু করবে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর এসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসিআইয়ের নির্বাহী পরিচালক ড. এফ এইচ আনসারী, বিজনেস ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, জেনারেল ম্যানেজার প্রকৌশলী আসিফ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার রাজীব নূর প্রমুখ।

সংবাদ সম্মেলনে আনসারী বলেন, এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর যন্ত্রাংশের ডিস্ট্রিবিউটর হিসেবে ইয়ামাহা মটর গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যা জুন থেকে কার্যকর রয়েছে। ১০০ থেকে ১৫০ সিসি মোটরসাইকেলের দাম দুই লাখ ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা থাকবে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আইপিও শেয়ার বিওতে দিল সিডিবিএল

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি আইপিওতে আসা ইভেন্সি টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ২৩ জুন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার জমার কাজ সম্পন্ন হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২ জুন কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই ড্র অনুষ্ঠিত হয়।

এ কোম্পানির আইপিওতে ৩৩ গুণ আবেদন জমা পড়ে। শেয়ারবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভেন্স টেক্সটাইল। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন পায়।

২০১৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৬২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

তালিকাভুক্তির পর এটি হবে শেয়ারবাজারে ইভেন্সি গ্রুপের দ্বিতীয় কোম্পানি। এর আগে ২০১৩ সালে একই গ্রুপের আর্গন ডেনিমস লিমিটেড দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে