দ্যা পেনিনসুলার বাৎসরিক বোর্ড সভা ৬ সেপ্টেম্বর

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় চট্টগ্রামের অফিসে কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

জুলাইয়ে কোম্পানির ২৮৩৬ কোটি টাকার ভ্যাট আদায়

nrbস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মূল্য সংযোজন করের (ভ্যাট) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আহরণ করেছে। এ সময়ে এলটিইউ ২ হাজার ৫৯৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ৮৩৬ কোটি টাকার রাজস্ব আয় করেছে।

এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মুহাম্মদ মুবিনুল কবীর বলেন, সময়োপযোগী কর্মকৌশল গ্রহণ এবং প্রতিষ্ঠান পরিদর্শন, ভ্যাট অডিট ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার চলতি বছরের রাজস্ব আয়ের সূচনা ভাল হয়েছে। এর ফলস্বরুপ বছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আয় করতে সক্ষম হয়েছি।

তিনি জানান, চলতি অর্থবছরে এলটিইউয়ের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬০ হাজার ৮১৭ কোটি টাকা। বছরশেষে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

মুবিনুল কবীর বলেন, নিয়মিত পরিদর্শন ও অডিটের মাধ্যমে কর ফাঁকি রোধ করা হচ্ছে। যার প্রভাব রাজস্ব আয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে।কোন প্রতিষ্ঠান যেন কর রেয়াতের অসৎ ব্যবহার করতে না পারে, সেদিকেও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, বিগত ২০১১৭-১৮ অর্থবছরে জুলাই মাসে রাজস্ব আয় ছিল ৩ হাজার ১৬৮ কোটি টাকা। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

মাইডাস ফাইন্যান্সের ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

midasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রোকেয়া আফজাল রহমান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তার হাতে মোট ৮,১১,৮০৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. আইপিডিসি
  3. বারাকা পাওয়ার
  4. বেক্সিমকো লিমিটেড
  5. খুলনা পাওয়ার
  6. স্কয়ার ফার্মা
  7. নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট
  8. বিবিএস ক্যাবলস
  9. এ্যাক্টিভ ফাইন
  10. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন সামান্য বাড়লেও সিএসইতে অর্ধেক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে এদিন সেখানে সবগুলো সূচক কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের তুলনায় সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৩ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬১১ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮২টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, আইপিডিসি, বারাকা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা, নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট, বিবিএস ক্যাবলস, এ্যাক্টিভ ফাইন ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন লেনদেন হয়েছে ৩১ কোটি ৯২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও বিডি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বড়পুকুরিয়া কয়লা দুর্নীতিতে আরও আটজনকে জিজ্ঞাসাবাদ

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে খনির সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) আট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ আগষ্ট) সকাল থেকে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম এই জিজ্ঞাসাবাদ করছেন। দুদক সূত্র প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি ব্যক্তিরা হলেন সদ্য সাবেক এমডি হাবিব উদ্দিন আহমদ, সাবেক দুই কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়া ও মোশারফ হোসেন সরকার, মহাব্যবস্থাপক (জেনারেল সার্ভিস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স) জাহিদুল ইসলাম ও উপব্যবস্থাপক (সেফটি ম্যানেজমেন্ট) একরামুল হক।

একই মামলায় গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয় মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মো. নুরুজ্জামান চৌধুরী, উপমহাব্যবস্থাপক এ কে এম খালেদুল ইসলাম, উপব্যবস্থাপক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) মোরশেদুজ্জামান, উপব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান, উপব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহেদুর রহমান, উপব্যবস্থাপক (ভেন্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন্দ্র নাথ বর্মণ, ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান ও উপমহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অপারেশন) জোবায়ের আলীকে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা ১০ সেপ্টেম্বর

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় নিজস্ব অফিসে কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৮ শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১২ শতাংশ বোনাস ও ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিলভা ফার্মার আবেদন ২৬ গুণ বেশি : লটারি আগামীকাল

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন চাহিদার চেয়ে ২৬গুণ বেশি জমা পড়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে সোমবার জানা গেছে, কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে মোট ৭৭২ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা মোট চাহিদার ২৫.৭৮ গুণ বেশি।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীর ৪৮.৯৮, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর ২০.৫০ এবং প্রবাসীদের আবেদন পড়েছে ১২.৫২ গুণ।

এর আগে গত ২৯ জুলাই থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়ে চলে ৫ আগস্ট পর্যন্ত।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা শূন্য ৩ পয়সা।

উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কাট্টালি টেক্সটাইলের আইপিও আবেদন শেষ হবে ১৩ সেপ্টেম্বর

kattaliস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কাট্টালি টেক্সটাইল লিমিটেডের আইপিও আবেদন গত ২৮ আগষ্ট থে‌কে শুরু হয়েছে। বিনিয়োগকারীরা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদন করতে পারবেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৬ জুন কাট্টলি টেক্সটাইল লিমিটেডকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৩৪ কোটি টাকা তোলার অনুমতি দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মান, কর্মচারীদের ডরমেটরি ভবন নির্মাণ, নতুস যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০.৪৮ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৪ টাকা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

3abf5ed086e5c335e28b14353b7e82ef-5b85417d82570স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি পাঠানোর নামে অতিরিক্ত টাকা আদায়ের সঙ্গে জড়িত মালয়েশিয়া-সিন্ডিকেটের রিক্রুটিং এজেন্সিকে আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ‘মালয়েশিয়া কর্মী প্রেরণের নামে প্রতারণা বন্ধে সচেতন নাগরিক সমাজ’।

মঙ্গলবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এই দাবি জানায়।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, প্রতারক রিক্রু‌টিং এজেন্সির সি‌ন্ডি‌কেট গত ২ বছ‌রে দে‌শের হাজার হাজার যুবক মাল‌য়েশিয়া পা‌ঠি‌য়ে ‌অনিশ্চয়তার ম‌ধ্যে ফে‌লে‌ছে।‌ যে কথা ব‌লে যুবক‌দের বি‌দে‌শে পা‌ঠি‌য়ে‌ছি‌ল, তার কোনোটারই সত্যতা খুঁ‌জে পাননি ভুক্তভোগী যুবকরা। যেখা‌নে বেতন বাংলা‌দেশি ৪০-৫০হাজার টাকা বেতন হওয়ার কথা, সেখা‌নে তারা গি‌য়ে দে‌খেন, তা‌দের বেতন মাত্র ১৮-১৯ হাজার টাকা। এই টাকা বা‌ড়ি‌তে পা‌ঠি‌য়ে তা‌দের দেনা শোধ কর‌তে পার‌ছেন না ।

বক্তারা আরও ব‌লেন, সরকার নির্ধা‌রিত ৩৭ হাজার টাকায় অভিবাসন ব্যয় নির্ধারণ কর‌লেও এজেন্সির মা‌লিকরা মালয়েশিয়াগা‌মী কর্মী‌দের কাছ থে‌কে জনপ্রতি সা‌ড়ে তিন লাখ টাকা নি‌চ্ছে। আর এই অর্থ মাল‌য়েশিয়ায় গি‌য়েও অল্প বেতন পাওয়ার কার‌ণে প‌রি‌শোধ কর‌তে পার‌ছেন না শ্রমিকরা। তাই এই এজেন্সি মা‌লিক‌দের আইনের আওতায় এনে শা‌স্তির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর হস্ত‌ক্ষেপ কামনা করছি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড