- ফরচুন সুজ
- ইউনাইটেড পাওয়ার
- সিলকো ফার্মা
- গ্রামীনফোন লিমিটেড
- গ্লোবাল ইন্স্যুরেন্স
- ন্যাশনাল পলিমার
- জেএমআই সিরিঞ্জ
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ
- ফেডারেল ইন্স্যুরেন্স
- বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।
Month: October 2025
ডিএসইতে ৩০৯ ও সিএসইতে ৩০ কোটি টাকা লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ৬০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ২৭১ কোটি ৭৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ১.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩০ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৮টির। আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।
দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, সিলকো ফার্মা, গ্রামীনফোন লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, জেএমআই সিরিঞ্জ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।
এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৩০ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৩ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে১৫১ টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ১৩ লাখ টাকা।
দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল আইএফআইসি ব্যাংক ও অরিয়ন ফার্মা লিমিটেড লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড
মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৩ জুলাই
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া বিমাটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা সাড়ে সাড়ে ৩টায় রাজধানীর নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
প্রাইম ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২২ জুলাই
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া বিমাটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
দিনের শুরুতেই ৩৮ টাকায় সী পার্ল রিসোর্টের শেয়ার
আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে সী পার্ল রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন আজ দিনের শুরুতেই শেয়ারটি সর্বোচ্চ ৩৮ টাকায় লেনদেন হতে দেখা গেছে।
বুধবার বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে এই শেয়ার সর্বোচ্চ ৩৮.৩০ টাকায় লেনদেন হয়। এসময় শেয়ারটির সর্বোচ্চ দরে সর্বমিম্ন নেমে ৩৬.৪০ টাকায় লেনদেন হয়।
গতকাল মঙ্গলবার উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।
স্টকমার্কেটবিডি.কম/
ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্যাংক এশিয়া লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৬ জুলাই) বিএসইসি-এর ৬৯৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, সাত বছর মেয়াদি এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনলিস্টেড, ফুল্লি রিডেম্বল, ফ্লাটিং রেটেড এবং সাব-অর্ডিনেটেড বন্ড। সাত বছরে বন্ডটি পূর্ণ অবসায়ন হবে। যা শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট বডি এবং যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ডের প্রতিটি ইউনিটির অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাংক এশিয়ার টায়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
এই বন্ডের ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসাবে যথাক্রমে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কাজ করছে।
স্টকমার্কেটবিডি.কম/এম
২২ কোটি টাকার ফ্লোর স্পেস কিনবে ইষ্টার্ণ হাউজিং
শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেড ঢাকার বনানীতে একটি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।
বনানীতে ৫৯/বি নম্বর ভবনে অবস্থিত ৬৬৮৭ স্কয়ার ফুটের ফ্লোরের দাম পড়বে ২২ কোটি ৭৬ লাখ টাকা।
এই ফ্লোরটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
স্টকমার্কেটবিডি.কম/এম
মেঘনা লাইফের বাৎসরিক বোর্ড সভা ২২ জুলাই
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২২ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।
স্টকমার্কেটবিডি.কম/বি
সব রপ্তানি খাত পাবে সমান সুযোগ: সালমান এফ রহমান
পোশাকের মতো সব রপ্তানি খাত সমান সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, ‘অতীতে আমরা সেই সুযোগ দিতাম না। এবার সে সুবিধা পাবে। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’
আজ মঙ্গলবার সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ শীর্ষক এ কর্মশালার যৌথ আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
সালমান এফ রহমান বলেন, সহজে ব্যবসা করার সূচকে উন্নতি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে উদ্যোক্তা সৃষ্টিতে উপজেলা পর্যায়ে কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, ‘রপ্তানি পণ্যের বহুমুখী করতে হবে, তবে সেটা পোশাককে বাদ দিয়ে নয়। পোশাকে আমার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছি। আরও উন্নতির সুযোগ আছে। পাশাপাশি অন্য খাতের রপ্তানি বাড়াতে উদ্যোগ নিতে হবে।’
ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচক ছিলেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ, বেসরকারি খাত বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস প্রমুখ।
স্টকমার্কেটবিডি.কম/বি
- সী পার্ল রিসোর্ট
- ফরচুন সুজ
- ব্র্যাক ব্যাংক
- বাংলাদেশ শিপিং করপোরেশন
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ
- ইউনাইটেড পাওয়ার
- গ্রামীনফোন লিমিটেড
- ঢাকা ইন্স্যুরেন্স
- স্কয়ার ফার্মা
- ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।