এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

Asia-Pac-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড (আলফা রেটিং)।

২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বি

আরএকে সিরামিকসের ২য় প্রান্তিকের বোর্ড সভা ১৭ জুলাই

r k ceramicsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৬টা রাজধানী গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইসিবি ইসলামী ব্যাংকের ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

icbi bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি লোকসার (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১৮ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩১ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের দায়ের পরিমাণ হয়েছে ১৬.৭৭ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৬.০৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  2. ফেডারেল ইন্স্যুরেন্স
  3. গ্রামীনফোন লিমিটেড
  4. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  5. মুন্নু সিরামিকস
  6. ইউনাইটেড পাওয়ার
  7. এশিয়ান টাইগারস
  8. রানার অটোস
  9. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  10. ন্যাশনাল টিউবস লিমিটেড।

ডিএসইতে ৩৫১ ও সিএসইতে ১২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪০৮ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২২ পয়েন্টে। আর ডিএসই সূচক ৩.৬৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৯৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৯টির। আর দর অপরিবর্তিত আছে ২৬টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ন্যাশনাল লাইফ, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্রামীনফোন লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, এশিয়ান টাইগারস, রানার অটোস, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ও ন্যাশনাল টিউবস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৭২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ২১ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল রানার অটোস ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পিপলস লিজিং বন্ধে আতঙ্কিত না হতে বলছে বাংলাদেশ ব্যাংক

peoplesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড অবসায়ন (লিকুইডেশন) করা হচ্ছে। এর ফলে বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠানটি। এ জন্য পিপলসসহ সব আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক আজ বুধবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নির্বাহী পরিচালক মো. শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন ওই বিভাগের মহাব্যবস্থাপক শহীদুল ইসলাম।

পিপলসের ঘটনায় আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে সিরাজুল ইসলাম বলেন, আমানতকারীদের সুরক্ষা দিতেই অবসায়নের সিদ্ধান্ত হয়েছে। সব আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের সুরক্ষা দিতে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি অব্যাহত আছে।

সিরাজুল ইসলাম বলেন, গত ২৬ জুন পিপলসের অবসায়নে সরকার সম্মতি দিয়েছে। এ অবসায়নের সিদ্ধান্ত হবে আদালতে, এ জন্য আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে।

কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান টাকা ফেরত দিতে পারছে না, এ প্রশ্নের জবাবে নির্বাহী পরিচালক মো. শাহ আলম বলেন, ‘আমরা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত আছি। কোনো আমানতকারী আতঙ্কিত হবেন না।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম আরও বলেন, পিপলস লিজিংয়ের আমানতের চেয়ে সম্পদের পরিমাণ বেশি আছে। প্রতিষ্ঠানটির আমানতের পরিমাণ ২ হাজার ৩৬ কোটি টাকা। এর বিপরীতে সম্পদের পরিমাণ ৩ হাজার ২৩৯ কোটি টাকা। এ কারণে আমানতকারীদের শঙ্কার কিছু নেই।

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ১৬ জুলাই

PRIMELIFEস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৬ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া বিমাটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফারমার্স ব্যাংকের জালিয়াতিতে এস কে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা

dudokনিজস্ব প্রতিবেদকঃ

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) কিছু কর্মকর্তার যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চার কোটি টাকার ঋণ অনুমোদন করিয়ে নেওয়া হয়। পরে ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির’ নামে হস্তান্তর দেখিয়ে আত্মসাৎ ও অর্থ পাচার করা হয়। এমন এক অভিযোগ দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এত দিন সেই ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ নাম প্রকাশ না করলেও আজ বুধবার মামলা করার মাধ্যমে সেই ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল সংস্থাটি। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।

আজ বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মামলায় ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমসহ ৬ কর্মকর্তাও আসামি হয়েছেন। আসামি হয়েছেন এস কে সিনহার কথিত পিএস রঞ্জিত ও তাঁর স্ত্রী।

দুদক সূত্র জানায়, গত বছরের জানুয়ারিতে এ অনুসন্ধান শুরু হয়। ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনা অনুসন্ধান করতে গিয়ে বিষয়টি নজরে আসে দুদকের। পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সমন্বয়ে গঠিত একটি দলকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. ন্যাশনাল লাইফ
  2. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  3. রানার অটোস
  4. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  5. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  6. সিঙ্গার বিডি
  7. এশিয়ান টাইগারস
  8. ঢাকা ইন্স্যুরেন্স
  9. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  10. প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।