লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি ডেস্ক:

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ মঙ্গলবার কোম্পানিটির ১৩৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা যার শেয়ার লেনদেন হয়েছে ৮৩ কোটি ৪৩ লাখ টাকার।

তৃতীয় স্থানে লাফার্জহোলসিম বাংলাদেশ শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৯ লাখ টাকার।

লেনদেনের তালিকার কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক ৪৫ কোটি ৭৫ লাখ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্স ৩২ কোটি ২৭ লাখ টাকার, ওরিয়ন ফার্মা ২৮ কোটি ২১ লাখ টাকার,রূপালী ইন্স্যুরেন্স ২৭ কোটি ৪৫ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২৬ কোটি ৯১ লাখ টাকা, ফরচুন সুজ ২৬ কোটি ৩ লাখ টাকার ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড লেনদেন হয় ২২ কোটি ৯৯ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এম

রবি আজিয়াটার ৩য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজার লেনদেন শুরু হতে যাওয়া রবি আজিয়াটার চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৫ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের নয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৪ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০১ টাকা বা ৪ শতাংশ বেড়েছে।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩৬ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৮ টাকা বা ৭৮ শতাংশ কমেছে।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৮৩ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে লেনদেন ১২’শ কোটি টাকার উপরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন ও সূচক বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটােই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৩৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৪৪ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ৯৭৫ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৯টির। আর দর অপরিবর্তিত আছে ৯১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফরচুন সুজ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৪৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৮৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্সিমকো ফার্মা
  3. লাফার্জ হোলসিম বাংলাদেশ
  4. আইএফআইসি ব্যাংক
  5. রিপাবলিক ইন্স্যুরেন্স
  6. ওরিয়ন ফার্মা
  7. রূপালী ইন্স্যুরেন্স
  8. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  9. ফরচুন সুজ
  10. স্কয়ার ফার্মা লিমিটেড।

সূচকের পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা ১৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪৩২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বুধবার বেলা ১১টা ১৮ মিনিটে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে  অবস্থান করছে এক হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক  ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৮  পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে  ১০৪টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ১৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রবি আজিয়াটার লেনদেন শুরু হচ্ছে আগামীকাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভূক্ত রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ROBI” এবং সিএসইতে কোম্পানি কোড- ২৭০০৩ নির্ধারণ হয়েছে।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

নাম পরিবর্তন করবে বিডি ফাইন্যান্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের নাম পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের পাশাপাশি মেমোরেনডামও পরিবর্তন করবে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড। একই সাথে চালু করা হবে ইসলামী শরিয়াহ ভিত্তিক শাখা।

এজন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আহবান করা হয়েছে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম)।

এই ইজিএমের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এম

২ কোম্পানির লেনদেন চালু বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল বৃহস্পতিবার । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক ও বঙ্গজ লিমিটেড।

আজ বুধবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

এশিয়া ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে ‘এএ+’। একই সময় কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণমান এসেছে এসটি-১। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের (আলফারেটিং)।

২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২০ সালের ২১ ডিসেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এম

জি কিউ বলপেনের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি লোকসান(ইপিএস) হয়েছে ৪.৭২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৪৮ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩৩.৪৩ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ১৩৪.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম