দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৭৭১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৬২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১১৬ কোটি ৯৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৫টির, আর দর অপরিবর্তিত আছে ৫৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- আইপিডিসি, প্রভাতী ইন্স্যুরেন্স কো:, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স, জেনেক্স ইনফোসিস, লাফার্জ হোলসিম বিডি, নাহি এলুমিনাম কম্পোজিট, ইয়াকিন পলিমার ও ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৬.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮২৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইপিডিসি ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

রমজান মাসে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা। লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে দুপুরে যোহরের নামাজের বিরতি থাকবে বেলা ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৪টা পর্যন্ত।

রমজান মাসে ব্যাংকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করে বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি নিম্নরূপ করা হলো। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত (বেলা ১.১৫ মি. হতে ১.৩০ মি. পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) সকাল ৯.৩০ ঘটিকা হতে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। যোহরের নামাজের জন্য ০১.১৫ মিনিট থেকে ০১.৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

রমজানে সারা দেশে অভিযান চালাবে বিএসটিআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে ইফতারি পণ্যের মান যাচাইয়ে মাঠে নামছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ রবিবার পয়লা রমজান থেকেই ঢাকা মহানগরসহ সারা দেশে অভিযান পরিচালিত হবে। এই অভিযানে ইফতারি পণে৵র পাশাপাশি শিশু খাদ্য, ফলমূল এবং কসমেটিকস, অর্থাৎ প্রসাধনী পণ্যেরও মান পরীক্ষা করে দেখবে সংস্থাটি।

রবিবার রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি জানান, রমজান মাসে মানসম্মত খাদ্য ও পানীয় বিশেষ করে মুড়ি, খেজুর, সফট ড্রিংকস (কোমলপানীয়), পাউডার, ফ্রুট সিরাপ, ফ্রুট ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি এবং ইফতারসামগ্রীর ওপর বিএসটিআইয়ের নজরদারি জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে শিল্পসচিব জাকিয়া সুলতানা, বিএসটিআইয়ের মহাপরিচালক (ডিজি) নজরুল আনোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ভেজাল ও নিম্নমানের পণ্য এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। তাই নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে মাসব্যাপী বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং র‌্যাবের অভিযানের সময়ও তাদের সহযোগিতা করবে বিএসটিআই।

স্টকমার্কেটবিডি.কম/আর

ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেডের এক প্লেসমেন্ট শেয়ার হোল্ডার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ট্রাকো প্রপার্টিজ লিমিটেড নামে কোম্পানিটির এই শেয়ারহোল্ডার ৫ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করেছে। তাদের হাতে মোট ৫ লাখ ২২ হাজার ৩৬টি শেয়ার ছিল।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এ শেয়ারহোল্ডার এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম.

বিএসআরএম রি-রোলিংয়ের ১৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এইচ আকবরিয়া এন্ড কো: লিমিটেড নামে কোম্পানিটির এ করপোরেট পরিচালক ১৩ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ভারতে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারতে রবিবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। প্রতি লিটারে ৮০ পয়সা দাম বাড়ানো হয়েছে। এই নিয়ে গেল দুই সপ্তাহে লিটার প্রতি জ্বালানি তেলের দাম বেড়েছে ৮ রুপি।

বর্তমানে দিল্লিতিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩.৪১ রুপি। যা শনিবার ছিল ১০২.৬ রুপি। আর ডিজেলের বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯৪.৬৭ রুপিতে।

পুরো ভারত জুড়েই বেড়েছে তেলের দাম। পশ্চিমবঙ্গের কলকাতায় প্রতি লিটার পেট্রোলের খুচরা মূল্য ১১৩.০৩ রুপি। আর ডিজেল বিক্রি হচ্ছে ৯৭.৮২ রুপিতে। রাজ্যের ভর্তুকির দেওয়ার হারের ওপর নির্ভর করে রাজ্য থেকে রাজ্যে তেলের দামের এই তারতম্য হচ্ছে।

সবমিলিয়ে ২২ মার্চ থেকে এ পর্যন্ত ভারতে ১১ বার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

স্টকমার্কেটবিডি.কম/

শাইনপুকুর সিরামিকসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ঋণমান ‘এ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) ।

২০১৮-২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিআইএফসির এজিএম স্থগিত করলো হাইকোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকি আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ইনভেষ্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছেন হাইকোর্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০১৮ সালের এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছিল। এটা অনিবার্যকারণ বশত স্থগিত করা হয়েছে।

কোম্পানিটির এই এজিএম আগামী ১৭ এপ্রিল অনলাইনে আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনাইটেড পাওয়ার সাবসিডিয়ারি কোম্পানির চুক্তির মেয়াদ বৃদ্ধি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনানেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি ইউনাইটেড এনার্জি লিমিটেডের বিদ্যুৎ ক্রয়ের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাবসিডিয়ারি কোম্পানি ইউনাইটেড এনার্জি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ক্রয়ের চুক্তির মেয়াদ ১৫ বছর করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি চালু করার পরে ৫ বছর মেয়াদি পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) এই চুক্তিটি করে বাংলাদেশ পাওয়ার ডেভেলেপমেন্ট বোর্ড (বিপিডিবি)।

ইউনাইটেড পাওয়ার জেনানেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মালিকাধীন ইউনাইটেড এনার্জি লিমিটেডের ৫৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জে অবস্তিত।

স্টকমার্কেটবিডি.কম/আর

ইষ্টার্ণ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০৩ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৩.১৭ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/আর