তাকাফুল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১২ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১২ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪ টায় রাজধানীর মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, বিমাটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য বিমাটির লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গতবছর বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

১০ লাখ ইউনিট মি. ফান্ড বিক্রি করবে ইসলামী ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান সিএপিএম ইসলামী ব্যাংক মি. ফান্ডের একটি করপোরেট পরিচালক ফান্ডটির ১০ লাখ ইউনিট বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ নামে এই পরিচালক ফান্ডটির ১০ লাখ ইউনিট বিক্রয় করবে। ব্যাংকটির হাতে মোট ফান্ডটি ৪ কোটি ৫৫ লাখের বেশি ইউনিট রয়েছে।

ঘোষণার পর ২৮ এপ্রিলের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় সম্পন্ন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

স্টক ডিলারের অনুমোদন পেল কলোম্বিয়া সিকিউরিটিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কলোম্বিয়া শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ডিলারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কলোম্বিয়া শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৮৭।

গত ২ ডিসেম্বর এই সিকিউরিটিজটিকে এই স্টক ডিলারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

কলোম্বিয়া শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি নম্বর DLRCSS.

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে আইপিডিসি; ২য় ভিএফএস থ্রেড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৩ লাখ টাকার।

বেক্সিমকো লিমিটেড ২৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জ হোলসিম বিডির ১৭ কোটি ৬৫ লাখ, নাহি এলুমিনাম কম্পোজিটের ১৬ কোটি ৯১ লাখ, বিডি ল্যাম্পসের ১৫ কোটি ২২ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৩ কোটি ৫৬ লাখ, জিএসপি ফাইন্যান্সের ৯ কোটি ৪৮ লাখ, ইয়াকিন পলিমারের ৮ কোটি ৩৫ লাখ ও ফুয়াং ফুডস লিমিটেডের ৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে ৬২০ ও সিএসইতে ১৪ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৭১৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৬৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২০ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৩৬ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৯৬টির, আর দর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- আইপিডিসি, ভিএফএস থ্রেড ডায়িং, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, নাহি এলুমিনাম কম্পোজিট, বিডি ল্যাম্পস, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফাইন্যান্স, ইয়াকিন পলিমার ও ফুয়াং ফুডস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২৪.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭০০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৯৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও নাহি এলুমিনাম কম্পোজিট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

রংপুর ডেইরির ৪ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কংক্রিট স্টিল টেকনোলজিস নামে কোম্পানির এ করপোরেট পরিচালক ৪ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয় সম্পন্ন করেছে।

ঘোষণার পর ও ডিএসইর নীতিমালা মেনে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

  1. আইপিডিসি
  2. ভিএফএস থ্রেড ডায়িং
  3. বেক্সিমকো লিমিটেড
  4. লাফার্জ হোলসিম বিডি
  5. নাহি এলুমিনাম কম্পোজিট
  6. বিডি ল্যাম্পস
  7. জেনেক্স ইনফোসিস
  8. জিএসপি ফাইন্যান্স
  9. ইয়াকিন পলিমার
  10. ফুয়াং ফুডস লিমিটেড।

শাহজালাল ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২১ সালের ৩১ ডিসেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/

লংকা বাংলা ফাইন্যান্সের বোর্ড সভা ১১ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২:৩০ টায় রাজধানীর বনানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটির লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিকিউরিটিজকে সীমার বেশি ঋণ দেওয়ায় ইস্টার্ণ ব্যাংককে জরিমানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সীমার অতিরিক্ত ঋণ দেওয়ায় বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেডকে (ইবিএল) পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। ১৪ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে বলা হয়েছে। না হলে ব্যাংকটির হিসাব থেকে কেটে নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক রবিবার এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি পাঠিয়েছে।

জানা গেছে, ইবিএল তার সহযোগী প্রতিষ্ঠান ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড ও ইবিএল সিকিউরিটিজকে সীমা অতিক্রম করে ঋণ দিয়েছে। একক গ্রাহকের ঋণসীমা অতিক্রম করে ঋণ দেওয়া হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ) ধারা লঙ্ঘন ও এই ঋণ অনুমোদনে একক গ্রাহক ঋণসীমা অতিক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়া হয়নি। এ নিয়ে ব্যাংকটি গত বছরের ১৯ ডিসেম্বর ও গত ৩ ফেব্রুয়ারি ব্যাখ্যা দিলেও তা গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ) অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে দেওয়া সব ঋণসুবিধার পরিমাণ ওই ব্যাংকের রক্ষিত মূলধনের শতকরা ২৫ ভাগের বেশি হবে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ইবিএল দুটি সহযোগী প্রতিষ্ঠানকে সীমার অতিরিক্ত ঋণ দিয়েছে, তার মধ্যে ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড ঋণপত্রে উপদেশ, রপ্তানি নথিপত্র ব্যবস্থাপনা ও রপ্তানি খাতে অর্থায়ন করে থাকে। আর ইবিএল সিকিউরিটিজ শেয়ারবাজারে লেনদেনের পাশাপাশি গ্রাহকদের ঋণ দিয়ে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/এম