স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে।এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কার্যদিসে আজ মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৬১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.১৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২৩০০ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭৪ কোটি ৯১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৬টির, আর দর অপরিবর্তিত আছে ৫৭টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- শাইনপুকুর সিরামিকস, জেএমআই হসপিটাল রিকুইরিজি, আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো লিমিটেড, মুন্নু ফেব্রিকস, প্রভাতী ইন্স্যুরেন্স, আইপিডিসি, নাহী এলুমিনাম কম্পোজিট প্যানেল, পিপলস ইন্স্যুরেন্স ও সালভো কেমিক্যালস লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৮.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭১০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৬৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৪২ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ হোলসিম বিডি ও ওরিয়ন ফার্মা লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম//