ফসলের উৎপাদন বাড়াতে ১৮৯ কোটি টাকার প্রণোদনা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরে রবি মৌসুমের ১০ ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৮৮ কোটি ৪৯ লাখ টাকার প্রণোদনা দিচ্ছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেয়া হবে। এ সংক্রান্ত আদেশ ইতোমধ্যে জারি হয়েছে। মাঠপর্যায়ে শিগগিরই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রণোদনার জন্য বাছাইকৃত ১০টি ফসলের মধ্যে রয়েছে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পিয়াজ, মুগ, মসুর ও খেসারি ডাল। এ প্রণোদনার আওতায় ৬৪টি জেলার ১৯ লাখ ৫৩ হাজার ৭শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেয়া হবে।

একজন কৃষক ১০ ফসলের যে কোন একটি চাষের জন্য এ প্রণোদনা পাবেন। প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় গম বীজ ২০ কেজি, ভুট্টার বীজ ২ কেজি, সরিষা অথবা সূর্যমুখীর বীজ ১ কেজি, চিনাবাদামের বীজ ১০ কেজি, সয়াবিনের বীজ ৮ কেজি, শীতকালীন পিয়াজের বীজ ১ কেজি, মুগ অথবা মসুরের বীজ ১ কেজি ও খেসারির বীজ ৮ কেজি এবং সার বিনামূল্যে পাবেন।

স্টকমার্কেটবিডি.কম///

আগস্টে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পজাত পণ্য বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কমায় চলতি বছরের আগস্টে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ব্যাপকভাবে কমেছে। গত বছরের আগস্টে রপ্তানি প্রবৃদ্ধি তার আগের বছরের চেয়ে ৩৬ শতাংশ বেড়েছিল, যা এবার হয়েছে ৩ দশমিক ৮ শতাংশ। আজ সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় এসেছে ৪.৭৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি। গত বছরের আগস্টে রপ্তানি প্রবৃদ্ধি তার আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছিল। এ নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ২ মাসে সামগ্রিক রপ্তানি আয় বার্ষিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯.৩৭ বিলিয়ন ডলার হয়েছে।

দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক, গত অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে এই খাতের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ২৬ শতাংশ। চলতি অর্থবছরে যা হয়েছে ১২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৭.৯৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৭.১১ বিলিয়ন ডলার। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় কমেছে।

প্রবাসী আয় ও রপ্তানি প্রবৃদ্ধি এমন সময়ে কমতে শুরু করেছে যখন দেশের রিজার্ভ কমছে। গত ৩০ আগস্ট দেশের সামগ্রিক রিজার্ভ ছিল ২৩.০৬ বিলিয়ন ডলার। কারণ, এশিয়ার আটটি দেশের আমদানি বিল পরিশোধে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে ১.২০ বিলিয়ন ডলার দিতে হয়েছে। চলতি সপ্তাহে রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের নিচে নেমে যাবে বলে মনে করা হচ্ছে। গতকাল বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, গত মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আরেকটি প্রধান উৎস প্রবাসী আয় কমেছে। তার এক দিন পরেই রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতির তথ্য সামনে এলো।

স্টকমার্কেটবিডি.কম////

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের স্পন্সর পরিচালক তার ছেলেকে শেয়ার হস্তান্তর করার ঘোষণা করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

হাজী আবুল কালাম নামে ব্যাংকটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ১ কোটি ১৫ লক্ষ শেয়ার তার ছেলে মোহাম্মদ নাসিম কালামকে প্রদান করবেন।

এসব শেয়ার তিনি তার সন্তানকে আগামী ৩০ দিনের মধ্যে উপহার হিসাবে হস্তান্তর করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফু-ওয়াং ফুডসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী শিল্প খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ আগস্ট এ শেয়ারের দর ছিল ৩৩.১০ টাকা এবং গতকাল রবিবার এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪০.৪০ টাকা।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ফু-ওয়াং ফুডস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় ইস্টার্ন হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৬৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৩ লাখ টাকা।

জেমিনী সী ফুড লিমিটেড ১৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৬ কোটি ৯৩ লাখ, ইয়াকিন পলিমারের ১৫ কোটি ৪৫ লাখ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১৫ কোটি ৪২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৪ কোটি ৯৪ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৬৫ লাখ, ইস্টার্ন ইন্সুরেন্সের ১৪ কোটি ১৪ লাখ ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ফু-ওয়াং ফুডস
  2. ইষ্টার্ণ হাউজিং
  3. জেমিনী সী ফুড
  4. রূপালি লাইফ ইন্সুরেন্স
  5. ইয়াকিন পলিমার
  6. ক্রিস্টাল ইন্সুরেন্স
  7. সি পার্ল বিচ রিসোর্ট
  8. এমারেল্ড ওয়েল
  9. ইস্টার্ন ইন্সুরেন্স
  10. কন্টিনেন্টাল ইন্সুরেন্স।

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩০৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৪৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৭ কোটি  ৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬১০ কোটি ৬৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০২টির আর দর অপরিবর্তিত আছে ১৬৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, ইষ্টার্ণ হাউজিং, জেমিনী সী ফুড, রূপালি লাইফ ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, ক্রিস্টাল ইন্সুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এমারেল্ড ওয়েল, ইস্টার্ন ইন্সুরেন্স ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৩১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ১১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ৩০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও ফু-ওয়াং ফুডস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

২৪ ঘণ্টায় সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়েতে টোল আদায় হয়েছে প্রায় ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। এক্সপ্রেসওয়েটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য গঠিত প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত এই উড়ালসড়ক দিয়ে ২২ হাজার ৮০৫ গাড়ি চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।

জানা গেছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী ও ফার্মগেট পর্যন্ত ১২ হাজার ২৪২টি যানবাহন চলাচল করেছে। কুড়িল থেকে কামাল আতাতুর্ক, মহাখালী ও ফার্মগেট চলেছে ২ হাজার ৪২৫ গাড়ি। এ ছাড়া ২ হাজার ৮৯২টি বাহন পার হয়েছে বনানী হয়ে কুড়িল ও বিমানবন্দর পর্যন্ত। আর তেজগাঁও থেকে মহাখালী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, কুড়িল ও বিমানবন্দর পর্যন্ত চলেছে দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ২৪৬টি গাড়ি।

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ উড়ালসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিমানবন্দরের কাছে উড়াল সড়কের কাওলা প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে ফলক উন্মোচন মঞ্চে ওঠেন। এরপর বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। রোববার থেকে ওই অংশ অর্থাৎ বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশ খুলে দেওয়া হয়। এই পথ পাড়ি দিতে সময় লেগেছে মাত্র ১০-১২ মিনিট।

স্টকমার্কেটবিডি.কম///

ব্যাংক কর্মকর্তারা অবসরের পর পরিচালক হতে পারবেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এত দিন কোনো ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসরে যাওয়ার পর একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ ছিল না। এ শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে কর্মকর্তারা অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ওই ব্যাংকের পরিচালক হতে পারবেন।

তবে অপেক্ষা করতে হবে পাঁচ বছর। অর্থাৎ অবসরের পাঁচ বছর পর ব্যাংকের পরিচালক হতে পারবেন। রবিবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এসংক্রান্ত শর্ত শিথিল করে একটি নির্দেশনা জারি করেছে।

আগের নির্দেশনায় বলা হয়েছিল, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত হলে একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম///

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সারা দেশে জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল গতকাল রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিপিসির সঙ্গে এ বিষয়ে আজ আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আমরা ধর্মঘট স্থগিত রাখব। এ সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামব।’

বৈঠক শেষে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

এ ছাড়া বাংলাদেশ ট্যাংক-লরি মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেনও ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে ঢাকাতে এক মিটিংয়ে আজ রাতে ৮টা ৩০ মিনিটে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবিতে আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা।

তাদের ৩ দফা দাবির মধ্যে ছিল—জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক-লরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

স্টকমার্কেটবিডি.কম///