Month: September 2025
সাতক্ষীরার শ্যামনগরে এসবিএসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলায় উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় এজেন্ট ও এনজিও লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রিসিডেন্ট ও ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ শফিউল আজম। এসময়ে খুলনা শাখা অঞ্চল প্রধান ও খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ সাজেদুল আলম খান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ ফিরোজ চৌধুরীসহ খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম////
সুদহার বেধে না দিলে এতদিন ব্যাংক খাত খুঁজে পাওয়া যেত না : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘ব্যাংক ঋণে সুদহার বেধে দেওয়া নিয়ে সমালোচনা হলেও আমানত ও ঋণে সুদহার ৬ ও ৯ শতাংশ করা না হলে এতদিন ব্যাংক খাত খুঁজে পাওয়া যেত না। একই সঙ্গে খাবার-দাবারও পাওয়া যেত না।’ আজ অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনে সর্বজনীন পেনশন তহবিলের বিনিয়োগ সংক্রান্ত প্রেস ব্রিফংয়ে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক কারণেই দেশে মূল্যস্ফীতি বেড়েছে। কিন্তু তা নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করেছে। তবে সার্বিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি বৃদ্ধির ধকল আরও কিছুদিন সহ্য করতে হবে।’
সর্বজনীন পেনশন তহবিলের ১১ কোটি ৩১ লাখ টাকা ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে বলেও জানান আ হ ম মুস্তফা কামাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে সর্বজনীন পেনশন স্কিমে ১৫ হাজার জন চাঁদা দিয়েছেন। তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি।
স্টকমার্কেটবিডি.কম////
লেনদেনের শীর্ষে সোনালী পেপার ; ২য় সি পার্ল
স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ২৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৯২ লাখ টাকা।
প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৬৭ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৮০ লাখ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৪৬ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৭ লাখ, জেমিনী সী ফুডের ১৩ কোটি ৬০ লাখ, দেশবন্ধু পলিমারের ১৩ কোটি ৫০ লাখ ও ফু-ওয়াং ফুডস লিমিটেড ১২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
সর্বজনীন পেনশনের ১১ কোটি ৩১ লাখ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সর্বজনীন পেনশন তহবিলে জমা হওয়া ১১ কোটি ৩১ লাখ টাকা দিয়ে ট্রেজারি বন্ড কেনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ রবিবার সর্বজনীন পেনশনের হালনাগাদ তথ্য গণমাধ্যমকে জানাতে ‘মিট দি প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সর্বজনীন পেনশন তহবিল নামের ব্যাংক হিসাবে পেনশন স্কিমে অংশ নেওয়া সবার জমা দেওয়া অর্থ জমা থাকবে। এই অর্থ জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ উৎসে বিনিয়োগ করবে। বিনিয়োগের ক্ষেত্রে সরকারের ট্রেজারি বন্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। বিনিয়োগ থেকে প্রাপ্য লভ্যাংশের ভিত্তিতে পেনশনারের মাসিক অ্যানুয়াটি হিসাব করে একজন পেনশনারের মাসিক পেনশন প্রদান করা হবে। এক্ষেত্রে একজন ব্যক্তি কত টাকা, কত সময় পর্যন্ত জমা দিয়ে, কী পরিমাণ পেনশন প্রাপ্য হবেন তার একটি সম্ভাব্য হিসাব দেখানো হয়েছে- যা বাস্তবসম্মত।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত সর্বজনীন পেনশন তহবিলে ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি জমা হয়েছে। আজ জমা হওয়া অর্থ থেকে ১১ কোটি ৩১ লাখ টাকার ১০ বছর মেয়াদী ট্রেজারি বন্ড কিনে বিনিয়োগের উদ্বোধন করা হলো।’
অনুষ্ঠান শেষে সর্বজনীন পেনশন তহবিলের অর্থ বিনিয়োগের জন্য কেনা ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খাও কর্তৃপক্ষের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে হস্তান্তর করেন।
স্টকমার্কেটবিডি.কম////
- সোনালী পেপার
- সি পার্ল বিচ রিসোর্ট
- প্রভাতী ইন্স্যুরেন্স
- এমারেল্ড অয়েল
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
- সোনালী আঁশ
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
- জেমিনী সী ফুড
- দেশবন্ধু পলিমার
- ফু-ওয়াং ফুডস লিমিটেড।
প্রথমদিনেই সূচকের সাথে কমেছে লেনদেন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৭৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৫৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৫৪ কোটি ৯১ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৪টির আর দর অপরিবর্তিত আছে ১৬০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, প্রভাতী ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, দেশবন্ধু পলিমার ও ফু-ওয়াং ফুডস লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫১টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
লাভেলো আইস-ক্রিমের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী শিল্প খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির বাৎসরিক বোর্ড সভা আগামী ২৯ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
গত বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বীমাটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩টায় রাজধানীর পুরানা পল্টনে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বীমাটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩টায় রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি