জাহাজ নির্মাণকারী শিল্পের ঋণ পুনঃতফসিলিকরণের সময় বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাহাজ নির্মাণকারী শিল্প প্রতিষ্ঠানের ঋণের হিসাব পুনঃতফসিলিকরণের মেয়াদ ৩০ নভেম্বর থেকে এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পূণনির্ধারণ করেছে।

সোমবার (২৭ সভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

জাহাজ নির্মাণকারী শিল্প প্রতিষ্ঠানের ঋণের হিসাব পুনঃতফসিলিকরণের লক্ষ্যে ডাউন পেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ নগদে জমাদানপূর্বক গ্রাহক কর্তৃক সংশ্লিষ্ট ব্যাংকের নিকট আবেদন দাখিলের সময়সীমা চলতি ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু নিয়ন্ত্রণ বহির্ভূত বিভিন্ন কারণে এ খাতের উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক এখন পর্যন্ত এ সুবিধা গ্রহণের জন্য ডাউন পেমেন্টসহ অন্যান্য শর্ত সমূহ পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংক থেকে সুযোগ নেয়নি।

এ পরিস্থিতি বিবেচনা করে ডাউন পেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ নগদে জমাদানপূর্বক ব্যাংকে আবেদন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

স্টকমার্কেটবিডি.কম///

নারায়ণগঞ্জে তুলার ফ্যাক্টরিতে আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারায়ণগঞ্জের জালকুড়িতে একটি তুলা থেকে সুতা তৈরির টিনশেড ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে মণ্ডলপাড়া ফায়ার স্টেশন ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে যুব উন্নয়ন অধিদপ্তরের পাশে ফ্যাক্টরিটিতে আগুনের সূত্রপাত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ পরে জানানো হবে। প্রাথমিকভাবে জেনেছি এটি একটি তুলার ফ্যাক্টরি।

স্টকমার্কেটবিডি.কম///

ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ইউনিট ম্যানেজার সম্মেলন অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ-এর গণ-গ্রামীণ বীমা ডিভিশন এর ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া ও নওগাঁ কর্ম এলাকার ইউনিট ম্যানেজারদের নিয়ে বর্ষ সমাপনী উপলক্ষে “ইউনিট ম্যানেজার সম্মীলন ও ব্যবসা উন্নয়ন সভা” সিক্স সিজেনস কনভেনশন সেন্টার, রংপুর-এ অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীর সিইও (সিসি) জনাব আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৩ সালের বর্ষ সমাপনীতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সম্মেলনে শতাধিক ইউনিট ম্যনেজারগণসহ সংশ্লিষ্ট কর্ম এলাকার উন্নয়ন ব্যবস্থাপক ও অপারেশন্স ম্যানেজার উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

২৪ দিনে প্রবাসী আয় এলো ১৪৯ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নভেম্বরের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছ।

তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় আসছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮৩৩ মর্কিন ডলার। আগের বছর একই সময়ে প্রতিদিন এসেছিল ৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ ডলার। চলতি বছরের অক্টোবরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এ হিসাবে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় কিছুটা বাড়লেও, চলতি বছরের অক্টোবর মাসের চেয়ে নভেম্বরে প্রবাসী আয় কিছুটা কমেছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে গত ৪৪ মাসের মধ্যে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈধপথে সর্বনিম্ন প্রবাসী আয় পাঠান। এর পরে প্রবাসী আয়ের ডলারের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্ধারিত ২ টাকা ৫০ পয়সার পাশাপাশি আরও ২ টাকা ৫০ পয়সা দেওয়ার ফলে অক্টোবর মাসে প্রবাসী আয় বাড়তে থাকে। ১৭ নভেম্বর পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। কিন্তু ১৭ নভেম্বরের পরের সপ্তাহে আবারও কিছু কমে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডিএসইতে লেনদেনের শীর্ষে সি পার্ল; ২য় খুলনা প্রিন্টিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭২ লাখ টাকা।

সেন্ট্রাল ফার্মার ১৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাইএলুমিনামের ১৫ কোটি ৭২ লাখ, ফুয়াং সিরামিকসের ১৫ কোটি ৩১ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ২৪ লাখ, জেমিনী ফুডসের ১৩ কোটি ১৭ লাখ, ইয়াকিন পলিমারের ১৩ কোটি ১০ লাখ, প্যাসিফিক ডেনিমসের ১২ কোটি ৭৮ লাখ ও ফু-ওয়াং ফুডসের ১১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. সি পার্ল বিচ রিসোর্ট
  2. খুলনা পেপার এন্ড প্যাকেজিং
  3. সেন্ট্রাল ফার্মা
  4. বিডি থাইএলুমিনাম
  5. ফুয়াং সিরামিকস
  6. এমারেল্ড অয়েল
  7. জেমিনী ফুডস
  8. ইয়াকিন পলিমার
  9. প্যাসিফিক ডেনিমস
  10. ফু-ওয়াং ফুডস।

দিনশেষে সূচকের বড় পতন ও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের বড় ধরণের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২০৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২১০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৪৯ কোটি ১০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৪টির আর দর অপরিবর্তিত আছে ১৩৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মা, বিডি থাইএলুমিনাম, ফুয়াং সিরামিকস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জেমিনী ফুডস, ইয়াকিন পলিমার, প্যাসিফিক ডেনিমস ও ফু-ওয়াং ফুডস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৩.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৪২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ৮১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফুয়াং সিরামিকস ও নাভানা ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মালয়েশিয়া ভ্রমণে ভিসা লাগবে না চীনা ও ভারতীয়দের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মালয়েশিয়া ভ্রমণে ভিসা লাগবে না চীন ও ভারতের নাগরিকদের। আগামী ১ ডিসেম্বর থেকে এ দুই দেশের নাগরিকরা মালয়েশিয়া ভ্রমণে এই সুবিধা পাবে।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী রবিবার রাতে তার পিপলস জাস্টিস পার্টির বার্ষিক কংগ্রেসে বক্তৃতার সময় এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ঘোষণায় বলেছেন, মালয়েশিয়া আগামী ১ ডিসেম্বর থেকে চীন ও ভারতের নাগরিকদের ৩০ দিন পর্যন্ত ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেবে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার অর্থনৈতিক আয়ের বড় একটা অংশ নির্ভর করে পর্যটন খাতের ওপর। চীন এবং ভারত যথাক্রমে দেশটির চতুর্থ এবং পঞ্চম বৃহত্তম উৎস।

সরকারি তথ্যানুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রায় ৯২ লাখ পর্যটক মালয়েশিয়ায় পা রেখেছে। এর মধ্যে চীন থেকে ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ জন এবং ভারত থেকে ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন পর্যটক মালয়েশিয়ায় যায়। দেশটিতে মহামারীর আগে ২০১৯ সালের একই সময়ে চীন থেকে ১ লাখ ৫০ হাজার এবং ভারত থেকে ৩ লাখ ৫৪ হাজার ৪৮৬ জন পর্যটক গিয়েছিল।

পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রতিবেশি থাইল্যান্ডের দেখাদেখি একই পদক্ষেপ নিল মালয়েশিয়া। কিছুদিন আগেই চীন ও ভারতের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ঘোষণা করে থাইল্যান্ড। সূত্র: রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/////

নতুন কোম্পানি চালু করলেন জ্যাক মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনের ই-কমার্স লিডার আলিবাবা গ্রুপ হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা জ্যাক মা একটি নতুন কোম্পানি শুরু করেছেন।

গতকাল নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করপোরেট ডেটা সরবরাহকারী কিচাচা জানিয়েছে, জ্যাক মা বুধবার চীনে ১০ মিলিয়ন ইউয়ান (১.৩৯ মিলিয়ন ডলার) মূলধন নিয়ে কোম্পানিটি উদ্বোধন করেছেন। এই প্রতিষ্ঠানের প্রধান ব্যবসা হবে আগে থেকে রান্না করা খাবার, যা মহামারিতে ঘরবন্দি থাকার প্রভাবের কারণে চীনে ক্রমবর্ধমানভাবে চাহিদা বেড়েছে।

জ্যাক মা ২০২০ সালে আলিবাবার বোর্ড থেকে পদত্যাগ করেন। তবে তিনি এখনো আলিবাবার ‘অংশীদার’ হিসেবে তালিকাভুক্ত আছেন এবং গ্রুপের ওপর নিজের প্রভাব ধরে রেখেছেন।

আলিবাবা যখন চীনের কঠোর নিয়ন্ত্রণের মুখোমুখি হয়েছে তখন তিনি বিদেশে ছিলেন। তাকে জাপান, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা গেছে বলে জানা গেছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এসব জায়গার কৃষি প্রযুক্তি পর্যবেক্ষণ করেছেন। জাপানে তিনি কিন্দাই ইউনিভার্সিটির অ্যাকুয়াকালচার রিসার্চ ফ্যাসিলিটি পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/////