বিশ্বব্যাংকের ৮২৩৫ কোটি টাকা অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের আশপাশে বসবাস করা স্থানীয় জনগোষ্ঠীকে মৌলিক সেবা ও সুযোগ দেওয়ার জন্য ৭০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১১৭ টাকা ৬৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আট হাজার ২৩৫ কোটি ৫০ লাখ টাকা।

এ অর্থের অর্ধেক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবন মানের উন্নয়নের জন্য ব্যয় করা হবে, যা অনুদান। আর বাকি অর্ধেক রোহিঙ্গা বসতি সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক সেবা ও সুযোগ দিতে ঋণ হিসেবে দেওয়া হচ্ছে।

বুধবার (২৯ মে) বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন মঙ্গলবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদ এ ঋণ ও অনুদান অনুমোদন করে।

সহিংসতার কবলে পড়ে ২০১৭ সাল থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা বলে ধরে নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম////

মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করেছে জাপান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানি সুবিধার পাশাপাশি জাপানি বিনিয়োগ পেতে বাণিজ্য চুক্তির জন্য জাপানের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে।

অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সইয়ের আশায় প্রথম দফা আলোচনা গত ১৯ মে ঢাকায় শুরু হয়ে ২৩ মে শেষ হয়। বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সংবাদ বিজ্ঞপিতে বলা হয়েছে, ‘আলোচনার এই দফায় উভয় পক্ষ আলোচনার পদ্ধতি ও আলোচনার বিস্তৃত ক্ষেত্র সম্পর্কে তাদের মত বিনিময় করেছে।’

যৌথ পর্যালোচনা দলটি পণ্য বাণিজ্য, বাণিজ্য প্রতিকার, উত্স বিধি, শুল্ক পদ্ধতি, বাণিজ্য সুবিধা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থাসহ খাতগুলো চিহ্নিত করেছে।

অন্যগুলো হলো—বাণিজ্য, সেবা, বিনিয়োগ, ইলেকট্রনিক কমার্স, সরকারি ক্রয়, মেধাস্বত্ব, প্রতিযোগিতা, ব্যবসার পরিবেশ উন্নয়ন, শ্রম, পরিবেশ, স্বচ্ছতা, সহযোগিতা ও বিরোধ নিষ্পত্তিতে কারিগরি সমস্যাগুলো চিহ্নিত করা।

স্টকমার্কেটবিডি.কম///

এনআরবি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ওমর ফারুখ খাঁন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এনআরবি ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন মো. ওমর ফারুক খান। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল মঙ্গলবার হতে তিনি ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন।

মো. ওমর ফারুক খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন এবং টানা ৩৭ বছর একই ব্যাংকে সফলতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ফারুক খান তার দীর্ঘ ৩৭ বছরের বর্ণিল কর্মময় জীবনে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ ব্যাংকিং কার্যক্রমসহ ব্যাংকিংয়ের বিভিন্ন দিককে নতুন মাত্রা প্রদান করেছেন এবং অর্জিত এই জ্ঞান ও দক্ষতা এনআরবি ব্যাংককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

৫ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় পরিবেশ পদক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর জাতীয় পরিবেশ পদক পাচ্ছে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়েছে, নীতিমালা অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য ২২ ক্যারেট মানের ২ তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য এবং নগদ ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

ব্যক্তি পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে যশোরের মো. আব্দুল ওয়াহিদ সরদার, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে ঢাকার মুহাম্মদ রকিবুল আহসান রনি (আহসান রনি) এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এবার জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে মৌলভীবাজার পৌরসভা এবং পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারের ক্ষেত্রে পরিবেশ পদক পাচ্ছে আরণ্যক ফাউন্ডেশন।

গেজেটে বলা হয়, জাতীয় পরিবেশ পদক নীতিমালা অনুসারে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৩’ দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ; ২য় স্থানে বিচ হ্যাচরি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্ধ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিচ হ্যাচরির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকা।

ওরিয়ন ফার্মার ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৮২ লাখ, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ৭৮ লাখ, ক্যাপিটাক গ্রোথ ফান্ডের ৮ কোটি ২৩ লাখ, আইএফআইসি ব্যাংকের ৭ কোটি ৫৩ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ১ লাখ, সী পার্লসের ৫ কোটি ৭৮ লাখ ও বেস্ট হোল্ডিংসের ৪ কোটি ৮৭লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. আলিফ ইন্ডাস্ট্রিজ
  2. বিচ হ্যাচরি
  3. ওরিয়ন ফার্মা
  4. ওরিয়ন ইনফিউশন
  5. লাভেলো আইসক্রিম
  6. ক্যাপিটাক গ্রোথ ফান্ড
  7. আইএফআইসি ব্যাংক
  8. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  9. সী পার্লস
  10. বেস্ট হোল্ডিংস।

ডিএসইতে ৩০৬ ও সিএসইতে ৭ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্ধ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২২৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৪০ কোটি ৭২ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৫টির আর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচরি, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, ক্যাপিটাক গ্রোথ ফান্ড, আইএফআইসি ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্লস ও বেস্ট হোল্ডিংস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫৫.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপার মিলস ও এনআরবি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

শেয়ার হস্তান্তর করবেন এনআরবিসি ব্যাংকের পরিচালক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা ও উদ্যোক্তা-পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা ফরসাথ আলীর নিকট থাকা এনআরবিসি ব্যাংকের ৩ লাখ ৫৫ হাজারটি শেয়ার তার স্ত্রী ড. শাহানারা বেগম আলীকে উপহার হিসাবে প্রদান করবেন। ড. শাহানারা বেগম আলী কোম্পানিটির একজন উদ্যোক্তা।

এছাড়া, কোম্পানির উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজুর নিকট থাকা এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৯টি শেয়ার তার ভাই মো. আকতারুল ইসলামকে উপহার হিসাবে প্রদান করবেন। মো. আকতারুল ইসলাম কোম্পানিটির প্লেসমেন্ট হোল্ডার।

গত ২৭ মে থেকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

অবসরে যাওয়া এমডিকে ব্যাংকের উপদেষ্টা নিয়োগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবসরে যাওয়ার পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওই ব্যাংকের পরামর্শক ও উপদেষ্টা হতে পারবেন না। ব্যাংক খাতে সুশাসন ফেরাতে ২০২১ সালে এ বিধান করেছে বাংলাদেশ ব্যাংক।

এখন নিজেদের করা সেই বিধান লঙ্ঘন করে বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের সদ্য অবসরে যাওয়া এমডির ওই ব্যাংকের উপদেষ্টা পদে নিয়োগ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। ১১ মে গভর্নর আব্দুর রউফ তালুকদার ‘বিশেষ বিবেচনায়’ এই নিয়োগ অনুমোদন করেন।

আইএফআইসি ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির এমডি শাহ আলম সারওয়ারের মেয়াদ শেষ হয় ১৩ মে। এরপর ২৬ মে থেকে তিনি ব্যাংকটির ‘কৌশলগত উপদেষ্টা’ হিসেবে যোগদান করেন। এই তথ্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন। তিনি আগের মতো একই কক্ষে বসেই এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংকটিতে এখনো পূর্ণকালীন এমডি নিয়োগ হয়নি।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, দুই বছরের জন্য তাঁকে ‘কৌশলগত উপদেষ্টা’ নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য প্রতি মাসে বেতন অনুমোদন করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের ২০২১ সালে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, কোনো ব্যাংকের এমডি বা পরের দুই পদ পর্যন্ত কর্মকর্তারা অবসরের পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে উপদেষ্টা বা পরামর্শক হতে পারবেন না। এ বিধান করার আগে অবসরের এক বছর পার হলেই সংশ্লিষ্ট ব্যাংকে উপদেষ্টা বা পর্যবেক্ষক হওয়ার সুযোগ ছিল।

বাংলাদেশ ব্যাংক–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে ন্যাশনাল ব্যাংক তাদের অবসরে যাওয়া এমডি মেহমুদ হোসেনকে একই ব্যাংকের উপদেষ্টা পদে নিয়োগের জন্য আবেদন করে। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই আবেদন অনুমোদন করেনি। ফলে অবসরের পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত ব্যাংকটিতে মেহমুদ হোসেনের নিয়োগ বন্ধ হয়ে যায়।

স্টকমার্কেটবিডি.কম////

সম্পদ পুনর্মূল্যায়ন করবে এনভয় টেক্সটাইলস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানি মূলতঃ তার জমির পুনর্মূল্যায়ন করবে। ময়মনসিংহ জেলার ভালুকা থানার জমিরদিয়া মৌজায় এনভয় টেক্সটাইলসের ৩ হাজার ৯৬৯ দশমিক ৯৭ ডেসিমেল জমি রয়েছে। এই জমিতেই কোম্পানির কারখানা অবস্থিত। এছাড়া রাজধানীর কলাবাগান থানার পশ্চিম পান্থপথে কোম্পানির জমি ও ভবন রয়েছে। এগুলো পুনর্মূল্যায়ন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/