হামী ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি হামী ইন্ডাস্ট্রিজ পিএলসির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ মে বেলা ৩টায় কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক; ২য় স্থানে ই জেনারেশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ই জেনারেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২০ লাখ টাকা।

রিলায়েন্স ওয়ান মি. ফান্ডের ১৫ কোটি ১২:লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৭৪ লাখ, ওরিয়ন ফার্মার ১২ কোটি ৩৩ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৬৩ লাখ, বিচ হ্যাচরির ১০ কোটি ১৪ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ২ লাখ, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ১৮ লাখ ও বিএটিবিসির ৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. আইএফআইসি ব্যাংক
  2. ই জেনারেশন
  3. রিলায়েন্স ওয়ান মি. ফান্ড
  4. আলিফ ইন্ডাস্ট্রিজ
  5. ওরিয়ন ফার্মা
  6. এশিয়াটিক ল্যাবরেটরিজ
  7. বিচ হ্যাচরি
  8. ওরিয়ন ইনফিউশন
  9. লাভেলো আইসক্রিম
  10. বিএটিবিসি।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৭৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৭২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫০৬ কোটি ১১ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৫টির আর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আইএফআইসি ব্যাংক, ই জেনারেশন, রিলায়েন্স ওয়ান মি. ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিচ হ্যাচরি, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম ও বিএটিবিসি।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭২.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৪০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৩৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এসিআই ও মেঘনা পেট্রোলিয়াম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

গ্লোবাল হ্যাভি কেমিক্যালসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি গ্লোবাল হ্যাভি কেমিক্যালস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

অগ্রণী ইন্স্যুরেন্সের এজিএমের ভেণু নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেণু নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির ২৪তম এই এজিএমটি বিমাটির প্রধান কার্যালায়ে অনুষ্ঠিত হবে।

এই এজিএমটি আগামী ২৭ জুন হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে।

তবে বিমাটির এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম////

প্রাইম ব্যাংক পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসির একজন নমিনী পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, তারভীর এ চৌধুরী নামে এই পরিচালক ৫ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেসিক ব্যাংকের বাচ্চু ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মানি লন্ডারিংয়ের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার স্ত্রী শিরিন আক্তারসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের একটি সূত্র জানায়, রাজধানীর ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ক্যাপিটাল বনানী ওয়ান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদের কাছ থেকে দুটি জমির দলিলে ৩০ দশমিক ২৫ কাঠা জমি কেনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে হওয়া মামলায় আদালতে গতকাল সোমবার এ চার্জশিট দাখিল করে দুদক।

গত বছরের ২ অক্টোবর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হুদা ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

দুর্নীতির অভিযোগে বাচ্চুর বিরুদ্ধে এ পর্যন্ত ৬০টি চার্জশিট দাখিল করেছে দুদক।

মামলার এজাহারে বলা হয়, বাচ্চু ৩০ দশমিক ২৫ কাঠা জমি ১১০ কোটি টাকায় কিনলেও দুটি দলিলে সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা।

অভিযোগে আরও বলা হয়, পরে বাচ্চু তার স্ত্রী শিরিন ও ছেলে শেখ রাফা হাই ও শেখ সাবিদ হাই অনিকের কাছে জমি হস্তান্তর করেন। বিএম কম্পিউটারস অ্যান্ড ক্রাউন প্রপার্টিজের মালিক শেখ শাহরিয়ার পান্না এবং আমিন আহমেদ সম্পত্তি হস্তান্তরের বৈধতা দেওয়ার প্রচেষ্টায় সাহায্য করেছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

গ্রোথ ফান্ডে বিনিয়োগ করবে ইউসিবি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির গ্রোথ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির ৫০ কোটি টাকা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে ।

ফান্ডগুলোর ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ক্যাপিটাক এসেস্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এবি ব্যাংকের লভ্যাংশের অনুমোদন দিল বিএসইসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক পিএলসির ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির গত বছরের ঘোষিত শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশকে অনুমোদন দিল বিএসইসি।

গত বছর এই ব্যাংকটি ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোাষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি