শেয়ার বিক্রি করে বেক্সিমকোর শ্রমিকদের পাওনা দেয়া হবে: শ্রম উপদেষ্টা

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যাল ও শাইনপুকুর সিরামিকসের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা সাড়ে পাঁচশত কোটি টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বেক্সিমকো নিয়ে উপদেষ্টাদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এটা বিএসইসিকে জানানো হয়েছে। বিএসইসি ও বাংলাদেশ বসে এই বিসয়ে সিদ্ধান্ত নিবে। তাদের লক করা শেয়ার বিক্রি করবে বিএসইসি।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বেক্সিমকোর ঋণ জালিয়াতির ঘটনা বড়। বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় ৪০ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, গ্রুপটি কীভাবে তারা এতো ঋণ পেয়েছে তা তদন্ত করে দেখতে হবে। এই ঋণ দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

রেলওয়ের কর্মীদের কিছু যৌক্তিক দাবি পূরণ হয়েছে : অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি কর্মকর্তাদের ‘মহার্ঘ ভাতা’ সংক্রান্ত কোনো ঘোষণা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘কে করল এই ঘোষণা? আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি এটা ঘোষণা করিনি।’

বার্তাসংস্থা ইউএনবির প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেছিলেন, ৩০ জুনের আগেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে।

মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য মোখলেসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে দুটি বৈঠক হয়েছে। তবে, কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তা তিনি জানাননি।

এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমি নেইনি। যদি কোনো প্রস্তাব আসে, তাহলে আমরা আলোচনা করব।

রেলওয়ের কর্মীদের দাবির বিষয়ে তিনি বলেন, ‘কিছু যৌক্তিক দাবি পূরণ হয়েছে। বিভিন্ন সেক্টর থেকে দাবি আসতে থাকে। সব দাবি পূরণ করা সম্ভব না হলেও আমরা যৌক্তিক দাবিগুলো সমাধানের চেষ্টা করছি।’

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দুর্বল ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন আমানতকারীরা: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ আমানতকারীদের আশ্বস্ত করেছেন তারা দুর্বল ব্যাংক থেকে তাদের টাকা ফেরত পাবেন।

তিনি বলেন, ‘আমি আশ্বাস দিচ্ছি যে আপনারা পর্যায়ক্রমে আপনাদের টাকা বা বন্ড ফেরত পাবেন।’

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে গত ১০ বছর আগে থেকে বলে আসছি এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না। কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা দুই শতাংশ সুদ বেশি দিয়েছে, আপনারা সেখানেই টাকা রেখেছেন।’

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমশ চ্যালেঞ্জিং হবে। বর্তমানে সারাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ২৪ হাজার শাখা রয়েছে। যেখানে ব্যাংকগুলোর প্রায় ২৪ হাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। আগামী পাঁচ বছরে ব্যাংকগুলো তাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা প্রায় ৬০ হাজার এ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।’

তিনি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতার কথা তুলে ধরে বলেন, মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) প্রদানকারীরা এখন ঋণ প্রদান এবং আমানত সংগ্রহ করছে। এছাড়াও ডিজিটাল ব্যাংকের উত্থান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

গভর্নর আরও বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো তিন লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা আগের বছরের তুলনায় পাঁচ দশমিক ২৬ শতাংশ বেশি। বাসস

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক; ২য় স্থানে এডিএন টেলিকম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় দিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এডিএন টেলিকমের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৭২ লাখ টাকা।

ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অগ্নি সিস্টেমসের ৮ কোটি ৭৪ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ কোটি ৫৩ লাখ, ড্রাগন সোয়েটারের ৬ কোটি ৯৯ লাখ, ডমিনেজ স্টিলের ৬ কোটি ৯৩ লাখ, মালেক স্পিনিংর ৬ কোটি ৭৩ লাখ, কেপিপিএলের ৬ কোটি ১৭ লাখ ও লাভেলো আইসক্রিমের ৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ব্র্যাক ব্যাংক
  2. এডিএন টেলিকম
  3. ওরিয়ন ইনফিউশন
  4. অগ্নি সিস্টেমস
  5. এশিয়াটিক ল্যাবরেটরিজ
  6. ড্রাগন সোয়েটার
  7. ডমিনেজ স্টিল
  8. মালেক স্পিনিং
  9. কেপিপিএল
  10. লাভেলো আইসক্রিম।

দিনশেষে লেনদেনের সাথে সূচকের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় দিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৩১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৪ কোটি ৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৪০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত আছে ৭৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ড্রাগন সোয়েটার, ডমিনেজ স্টিল, মালেক স্পিনিং, কেপিপিএল ও লাভেলো আইসক্রিম।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ২১.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৭৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৭০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ২৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ৩২ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পূবালী ব্যাংক ও রবি আজিয়াটা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪টায় রাজধানীর ববসুন্ধরায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

হাক্কানী পাল্প এন্ড পেপারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার এন্ড প্রকাশনা শিল্প খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১ ফেব্রুআরি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ১১টায় চট্টগামে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি